ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ১৭ সেপ্টেম্বর ২০২৫

English

মতামত

জন্মদিন ও একটি ডায়মন্ডের আত্মকাহিনী!

আহসান রাজীব বুলবুল:

প্রকাশিত: ১১:১৯, ৫ নভেম্বর ২০২৩

জন্মদিন ও একটি ডায়মন্ডের আত্মকাহিনী!

লেখক: আহসান রাজীব বুলবুল,ফাইল ছবি

 

ডায়মন্ডের পাথরকে আমার কাছে বরাবরই আপেক্ষিক মনে হয়। অনেকটা বিশ্বাসের মত। স্বীকার করলে ডায়মন্ড, অস্বীকার করলে একটি পাথর মাত্র।

২০০৮ সাল।কানাডার ক্যালগেরির মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব করি একটি ডায়মন্ডের দোকানে-"পিপলস দ্যা ডায়মন্ড" স্টোরে।
ডায়মন্ডের সাথে স্টোরেটিতে স্বর্ণ ও ঘড়িসহ বিভিন্ন ধরনের আইটেম বিক্রি হয়। দোকানটিতে কাজ করলেও প্রথম প্রথম ডায়মন্ড বিক্রি করার অনুমতি ছিল না আমার । ডায়মন্ড বিক্রি করতে গেলে ডায়মন্ডের উপরে সার্টিফিকেট বা লাইসেন্স লাগবে। তবেই ডায়মন্ড বিক্রি করতে পারবো। বলা বাহুল্য, কানাডায় ভালো কিছু করতে গেলে সেই বিষয়ে সার্টিফিকেট বা লাইসেন্স থাকা বাঞ্ছনীয়।

একদিকে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া অন্যদিকে চাকরির জন্য পড়ালেখা সবমিলিয়ে কঠিন একটা সময় পার করলেও হাল ছাড়িনি। এখানে চাকরির সুবাদে প্রায় প্রতিদিনই নতুন নতুন বাঙ্গালীদের সঙ্গে দেখা হতো, কথা হতো। পুরো সামারে ফুল টাইম করে কাজ করতাম। আবার নিজের জন্য কিছু কিনতে গেলে ৩০% ডিসকাউন্টও পেতাম। যাহোক অনেক কাঠখড় পুড়িয়ে ডায়মন্ডের উপরে সার্টিফিকেট নিলাম। হয়ে গেলাম "সার্টিফাইড ডায়মন্ড সেলার"। তখন ডায়মন্ড বিক্রি করা শুরু করলাম।

 বাংলাদেশের স্বর্ণকারদের মত একটা চশমা সবসময় ঝুঁলিয়ে রাখতাম। ক্রেতারা যখন কিনতে আসতো দামদার ঠিক হয়ে গেলে চশমা পড়ে ডায়মন্ড ভালো করে দেখে পরীক্ষা করে বিক্রি করতাম। ডায়মন্ডের মধ্যে দামের সঙ্গে সামঞ্জস্য রেখে আবার প্রকারভেদও রয়েছে। ষ্টোরটিতে ১৫-৬৫ বয়সের মেয়েরাই বেশি আসতো। সে এক অন্য রকমের অভিজ্ঞতা ছিল।

 বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী নেওয়ার পর কানাডার ব্যাংকে ফুলটাইম জব শুরু করলাম। পাশাপাশি পার্ট টাইম ডায়মন্ডের দোকানের কাজটা ধরে রেখেছিলাম, কিন্তু পরবর্তীতে সাংবাদিকতায় সময় দিতে গিয়ে ডায়মন্ড স্টোরের  কাজটি আর ধরে রাখতে পারিনি।

আব্বা আম্মা বেঁচে থাকতে প্রতিবছরই বাংলাদেশে যেতাম। একবার ঢাকায় এক ভাবীকে দেখলাম গুলশান থেকে ডায়মন্ডের রিং কিনে খুব এক্সাইটেড। আমাকে দেখানোর পর বলে দিলাম এটা কি ধরনের ডায়মন্ড, উনি অবাক হয়ে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে ভাবছিলেন কি করে এত সঠিক বর্ণনা দিলাম! তখনও উনি জানতেন না যে, আমি ডায়মন্ডের উপরে সার্টিফাইড লাইসেন্স হোল্ডার। বাংলাদেশের প্রেক্ষাপটে আমিও কিছুটা অবাক হয়েছিলাম এত পুঙ্খানুপুঙ্খভাবে মিলে যাওয়ায়।

সেদিন বন্ধু তালিকায় এক পুরানো বন্ধু কে খুঁজতে গিয়ে দেখলাম, যারা আমার তালিকায় রয়েছে তাদের অনেকেই এই পূথিবীতেই নেই। খুব অবাক বিস্ময়ে তাদের আই ডি দেখছিলাম। মানুষের জীবনে অনেক বড় ব্যাপার হলো শেষ দেখা। কত পরিচিত জনদের বলে এসেছি আবার দেখা হবে। আসলে কি তাই? আর এই জীবনটাই একটা খেলাঘর। বসে বসে কত কথা ভাবছি। অথচ আমরা যে-যাই করি না কেন, উপর ওয়ালার ইচ্ছাই আমাদের ইচ্ছা। বুঝে, যতই না বুঝার ভান করি না কেন!!

আব্বা মা আজ বেঁচে নেই।এ সংসারের নিত্য খেলায়, প্রতিদিনের প্রাণের মেলায়, এই প্রাণপ্রাচুর্যে পরিপূর্ণ মানুষ দুটি আর হেঁটে-চলে বেড়াবেন না! মানুষের বেঁচে থাকা তো আসলে অন্যের মনে ও মননে... যে আসলে জীবনে মানুষের মতো বেঁচে থাকে, তার দৈহিক প্রাণের স্পন্দন থেমে গেলেও আসল প্রাণ সর্বদাই জীবিত। 

প্রতিবছরই এই দিন ফিরে আসবে কিন্তু যাদের বদৌলতে পৃথিবীতে আসলাম তাঁরা আর ফিরে আসবে না। তাদের প্রতিটি স্পন্দন আমাকে স্পর্শ করে, তাদের স্নেহ- ভালবাসা আমাকে আবেগে তাড়িত করে। রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা। তাদের প্রতিটি দোয়া আমার জীবনের পাথেয় হয়ে রয়েছে। শুধু আফসোস, ডায়মন্ডের মতো, যদি সবকিছুই চিনতে পারতাম!!!

লেখক: সাংবাদিক ও প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস, কানাডা।
 

//এল//

লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন-এর মৃত্যুতে উদীচীর শোক

একসাথে কাজ করার আহ্বান

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সাইবার স্পেসে জুয়া, জালিয়াতি ও প্রতারণা দণ্ডনীয় অপরাধ ঘোষণা

নারী কারাবন্দিদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত সরকারের

চাকরি করার জন্য মানুষের জন্ম হয়নি: প্রধান উপদেষ্টা

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত ফরিদা পারভীন, কুষ্টিয়ায় হবে সমাহিত

জাকসু নির্বাচনে ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জাতিসংঘে ভোট দিয়েছে ভারত

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৯

পাঁচ বছরেই বাংলাদেশকে স্বর্ণের খনিতে রূপান্তর সম্ভব: বাণিজ্য উপদেষাটা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন

দায়িত্ব নিয়েই পার্লামেন্ট ভেঙে দিলেন কার্কি, নির্বাচনের তারিখ ঘোষণা

জাকসু নির্বাচন: সন্ধ্যার মধ্যে ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের

ড. ইউনূসের চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে