
বিএফইউজের কল্যাণ তহবিলে ২০ লাখ টাকা অনুদান
রাজশাহীতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সাংবাদিকদের সহাযোগিতা চাইলেন মেয়র লিটন।
সোমবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিএফইউজে মহাসচিব দীপ আজাদ।
মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল সাংবাদিকদের পাশে থাকার সংকল্প ব্যক্ত করেন সিটি মেয়র। এ সময় তিনি বিএফইউজের কল্যাণ তহবিলে ২০ লাখ টাকা অনুদান দেন।
রাজশাহী শহরের উন্নয়নের পাশাপাশি কীভাবে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো যায় তার জন্য সাংবাদিকদের কলম ধরার অনুরোধ জানান খায়রুজ্জামান লিটন।
এ সময় বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বক্তব্য রাখেন।
ইউ