

উইমেনআই২৪ ডেস্ক: বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং ইংরেজি দৈনিক নিউ নেশনের নির্বাহী সম্পাদক সাগর বিশ্বাস আর নেই। গতকাল ২২ ফেব্রুয়ারি, ২০২২ বিকালে বাসা থেকে অফিসে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেয়ার পর তিনি পরলোকগমন করেন। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার সাগর বিশ্বাসের মরদেহ চট্টগ্রামের আগ্রাবাদে নিজ গ্রামে নেওয়া হয়েছে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।
সাগর বিশ্বাসের মৃত্যুতে বিএফইউজে-র সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদসহ নির্বাহী কমিটি গভীর শোক প্রকাশ করেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উইমেনআই২৪ডটকম//জে// ২৩-০২-২০২২/ ৬.৩৬ পিএম