ঢাকা, বাংলাদেশ

রোববার, , ৩১ আগস্ট ২০২৫

English

সাহিত্য

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী স্মরণে 

বাংলা কবিতায় এক নতুন স্বরের বাহক

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৪, ২৭ আগস্ট ২০২৫

বাংলা কবিতায় এক নতুন স্বরের বাহক

ছবি: উইমেনআই২৪ ডটকম

নজরুলের জীবন যেমন বৈচিত্র্যপূর্ণ তেমনি সৃষ্টিকর্মও বর্ণিল ও অনন্য। সাহিত্যের নানা ক্ষেত্রে তাঁর অবদান মৌলিক এবং তাৎপর্যপূর্ণ। বাংলা কবিতায় তিনি এক নতুন স্বরের বাহক, একই সঙ্গে তাঁর কথাসাহিত্যমূলক রচনা, নাট্যকর্ম, প্রবন্ধ—নিবন্ধ, শিশুসাহিত্য বিশদ আলোচনার দাবি রাখে।

বুধবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় বাংলা একাডেমির আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচকরা একথা বলেন। 

সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ নজরুল সমাধিসৌধে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের নেতৃত্বে একাডেমির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও  শ্রদ্ধা নিবেদন করা হয়। 

বিকেল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাগত বক্তৃতা প্রদান করেন বাংলা একাডেমির সচিব ড. মোঃ সেলিম রেজা। নজরুলের মৌলচেতনা অদ্বৈতবাদী সমন্বয়ের শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নজরুল গবেষক অধ্যাপক ড. আনোয়ারুল হক। আলোচনায় অংশগ্রহণ করেন নজরুল গবেষক ড. সৈয়দা মোতাহেরা বানু এবং কবি ও প্রাবন্ধিক কাজী নাসির মামুন। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।  অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান। 

ড. মোঃ সেলিম রেজা বলেন, নজরুল আমাদের সাহিত্যের অমৃত অহংকার। এক জীবনে তাঁর অর্জন আমাদের শিল্পসাহিত্যের ভুবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রকে বিপুলভাবে দীপিত করেছে, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের প্রেরণা জুগিয়েছে। 

অধ্যাপক ড. আনোয়ারুল হক বলেন, যুগের সন্ধিক্ষণে কাজী নজরুল ইসলামের আবির্ভাব ছিল সময়োচিত। তাঁর মানবতাবাদী সৃজনসম্ভার তাঁকে করেছে কালোত্তীর্ণ। উপমহাদেশে আজও রাষ্ট্র ও সমাজ বিভেদের, পরস্পর অবিশ্বাসের, সন্দেহের জন্ম দিয়ে যাচ্ছে। মানবতাবাদী প্রেমিক কবি নজরুলের অদ্বৈতবাদী, সমন্বয়ী চেতনাকে কর্মে ধারণ করার এখনই সময়। তাঁর কাব্য, গল্প, উপন্যাস, ভাষণে, গজল, ইসলামি সংগীত, শ্যামা সংগীত, ভক্তিগীতিসহ সমুদয় সৃষ্টি কালের অশনি সংকেত উপলব্ধি করে মহামিলনের সুর বাজিয়ে গেছে। তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, মানবতাবাদী কবির মানবধর্ম—দর্শন মহামানবের মহামিলনের মঞ্চে দাঁড়িয়ে যে মিলনের ঘোষণা দিয়েছে, তাই হবে আগামী দিনের মানুষের হৃদয়ের বাণী ও  জাগরণ সংগীত।

আলোচকদ্বয় বলেন,  বাংলা গানের এক নতুন জগতের নির্মাতা নজরুল। তাঁরা বলেন, নজরুলের কবিতার নান্দনিক সংহতি নিয়ে অনেক সমালোচক সন্দিহান হলেও আমরা মনে করি তিনি এক নতুন নন্দনের নির্মাতা। সাম্প্রতিক জুলাই গণ—অভ্যুত্থানে নতুন প্রজন্ম নজরুলকে যেভাবে আপন করে পেয়েছে তাতে প্রমাণ হয় তাঁর গণ—আবেদন যুগের পর যুগ নবমাত্রা লাভ করেছে। 

অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের শুধু বিদ্রোহী কবি নন, বরং তিনি এক গুরুত্বপূর্ণ বিপ্লবী কবি। নজরুলের কবিতার বিপ্লবী চেতনা নিয়ে আলোচনা খুব কমই হয়েছে, যেমন কম হয়েছে তাঁর সাহিত্যের দার্শনিক ব্যাখ্যা। তিনি বলেন, নজরুলের মতো একজন কবির কবিতা শুনবার জন্যই হয়তো বাংলার পাঠক কান পেতে ছিল। আজকের আলোচনা নিঃসন্দেহে নজরুলের নবমূল্যায়নের এক সূচনাবিন্দু হিসেবে বিবেচিত হবে।    

 

সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী টিটো মুন্সী। নজরুলগীতি পরিবেশন করেন শিল্পী ফেরদৌস আরা, শহীদ কবির পলাশ এবং তানভীর আলম সজীব।

ইউ

মঞ্চ ৭১ গোলটেবিলে হামলা, নাগরিক অধিকার রক্ষার আহ্বান

সাশ্রয়ী মূল্যের পাটের ব্যাগ ব্যবহারে পরিবেশ উপদেষ্টার আহ্বান

চবি ও আশপাশে ১৪৪ ধারা জারি

হাইকোর্টের বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ

চবিতে শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষ, আহত ২০

সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে: রিজভী

ডাকসু নির্বাচনে ৪ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ

নুরের শারীরিক অবস্থার উন্নতি, তরল খাবার খাচ্ছেন

সাংবাদিকদের জন্য আইনি সহায়তা হটলাইন চালু

খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: রিজওয়ানা

মার্কিন আদালতে ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

২৪ ঘণ্টায় ৩৬৭ জন ডেঙ্গু আক্রান্ত

নারী সমাজের অনন্য শক্তি ও প্রেরণা

চায়নিজ তাইপেকে বিধ্বস্ত করে জয়ে ফিরল বাংলাদেশ