ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ২৩ অক্টোবর ২০২৫

English

জাতীয়

উৎসবমুখর নির্বাচন করতে সব দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৯, ২৩ অক্টোবর ২০২৫

উৎসবমুখর নির্বাচন করতে সব দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

আগামী সাধারণ নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দল দুটির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে পৃথক সাক্ষাৎকালে তিনি এই সহযোগিতা কামনা করেন।

প্রধান উপদেষ্টা উভয় দলকে আশ্বস্ত করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। জামায়াত নেতাদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাদের নিরপেক্ষতা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমরা ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছি; সামনে আরও অনেক উদ্যোগ আপনারা দেখতে পাবেন।”

বৈঠকের প্রধান আলোচ্য বিষয়:

  • নির্বাচনী প্রস্তুতি: আগামী সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ।

  • জুলাই সনদ: জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি ও এনসিপিকে সনদে স্বাক্ষরের আহ্বান।

  • গণভোটের দাবি: জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের ওপর গণভোটের দাবি জানায় জামায়াত।

  • জুলাই হত্যাকাণ্ডের বিচার: নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপের নিশ্চয়তা দাবি করে এনসিপি।

এনসিপির দাবি ও প্রধান উপদেষ্টার আশ্বাস:

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে নাহিদ ইসলাম নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ এবং জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দাবি করেন। জবাবে প্রধান উপদেষ্টা এনসিপিকে জুলাই সনদে স্বাক্ষরের আহ্বান জানান এবং সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে বলে আশ্বস্ত করেন। এনসিপি ইতোমধ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে আইন বিশেষজ্ঞদের আলোচনার জন্য চিঠি দিয়েছে বলেও জানান নাহিদ ইসলাম।

জামায়াতের গণভোটের দাবি:

এনসিপির বৈঠকের পরই জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। জামায়াত নেতারা জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের ওপর গণভোট আয়োজনের দাবি জানান।

ডা. তাহের বলেন, জুলাই সনদে জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত অনেক বিষয় থাকায় নির্বাচনের আগেই গণভোট হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হলে ভোট গ্রহণ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি থাকে। জামায়াত নেতারা নির্বাচনকালীন প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের স্বার্থে প্রধান উপদেষ্টা কর্তৃক গৃহীত যেকোনো সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থার কথাও জানান।

প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের আশ্বাস:

এনসিপি ও জামায়াত নেতাদের প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের আগে প্রশাসনের যেকোনো রদবদল তিনি নিজেই সরাসরি তদারকি করবেন। নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও তিনি নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বৈঠকে জানান, সরকার নিরপেক্ষভাবে কাজ করে যাবে।

সরকারের পক্ষ থেকে বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

ইউ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন পূর্ণাঙ্গ ক্যাশলেস ক্যাম্পাস

ব্রাহ্মণবাড়িয়া ২ গোষ্ঠীর সংঘর্ষে ৩০ জন আহত

বলগেট উদ্ধার: চেইন ছিঁড়ে ২ শ্রমিকের অঙ্গহানি

গ্লেনরিচ স্কুলে নতুন প্লেগ্রাউন্ড অ্যাক্টিভিটি কারিকুলাম চালু

নির্বাচন পরেও থামবে না জুলাই বিপ্লব: মাহমুদুর রহমান

মানসিক সংস্কার না হলে অর্জন হাতছাড়া: সালাহউদ্দিন

উৎসবমুখর নির্বাচন করতে সব দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রবাসী করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন জমা সহজ করল এনবিআর

অবশেষে কমলো রুপার দাম

সেন্টমার্টিন ভ্রমণে সরকারের নতুন কঠোর নির্দেশনা

সেন্টমার্টিন ভ্রমণে সরকারের নতুন কঠোর নির্দেশনা

সেন্টমার্টিন ভ্রমণে সরকারের নতুন কঠোর নির্দেশনা

ইরানে উসমান (রা.)-এর সময়ের কুরআন প্রদর্শনী

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানাল এনসিপি

মানবসম্পদ: প্রযুক্তি বনাম মানবিকতা