
ফাইল ছবি
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৫১ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১৯৭ জন রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৯১১ জন। ৫ জুন (সোমবার) শনাক্ত হয়েছিলো ৭৫ জন।
মঙ্গলবার (৬ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক তথ্যে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানা এ তথ্য জানান। তথ্যে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ৪২ জন সুস্থ হয়েছেন।
এপর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৪৩৭জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৬৬ জনের এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৬৫ জনের।
এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৪৩৯ জনের। এরমধ্যে সরকারিভাবে পরীক্ষা করা হয়েছে ১কোটি ২ লাখ ৩২হাজার ১৩৩ জনের। বেসরকারিভাবে পরীক্ষা করা হয়েছে ৫২ লাখ ২ হাজার ৩০৬ জনের।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
ইউ