
ছবি: স্পেনে বিএনপি’র কর্মী সমাবেশে...
স্পেনে বিএনপি'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন (সোমবার) রাত ১০টায় রাজধানী মাদ্রিদের জিরো পয়েন্ট খ্যাত সল এলাকার ডোনার কাবাব রেস্টুরেন্টে স্পেন বিএনপি'র আহ্বায়ক মোজাম্মেল হক মনু'র সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবুর রহমান ঝন্টু এবং প্রথম যুগ্ম সচিব আবু জাফর রাসেল এর যৌথ সঞ্চালনায় শুরুতে কুরআন তিলাওয়াত করেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন। প্রধান অতিথি'র বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি'র আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্পেন বিএনপি'র সাবেক সভাপতি খোরশেদ আলম মজুমদার, যুক্তরাজ্য বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু, স্পেন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম পংকি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্পেন বিএনপি'র যুগ্ম আহ্বায়ক নুর হোসেন পাঠোয়ারি, জামাল উদ্দিন মনির, নির্বাচন কমিশনের সদস্য এস এম আহমেদ মনির, আকবর শেঠ,সায়েদ মিয়া, স্পেন জাতীয়তাবাদী দলের সাবেক নেতা তালাত মাহমুদ উজ্জ্বল, সাখাওয়াত হোসেন, ইবনে আল মাসুদ, স্পেন যুবদলের সভাপতি কাজী জসিম, সাধারণ সম্পাদক শাওন আহমদ, স্পেন সেচ্ছাসেবক দলের সভাপতি জেন্স সিপার, সাধারণ সম্পাদক আসাদ আলী প্রমুখ।
প্রধান অতিথি'র বক্তব্যে মাহিদুর রহমান বলেন, ‘যারা পদের রাজনীতি করতে চান,তাদের জন্য বিএনপি নয়। কর্মী শূন্য নেতা আমরা চাই না, কর্মীবান্ধব নেতা হতে হবে। তবেই পদের দাবিদার হতে হবে। তিনি বলেন, দলের প্রতি ত্যাগ, আস্থা সর্বোপরি শহীদ জিয়ার নীতি ও আদর্শ বুকে ধারন করেই বিএনপির পতাকা এগিয়ে নিতে হবে। তখন দলই আপনাকে খুঁজে নিবে। দেশ ও দলের এই দুর্যোগময় মুহূর্তে প্রবাসী জাতীয়তাবাদী পরিবারদের ঐক্যবদ্ধ হতে হবে,নইলে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌছাতে পারবো না। দলের শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনেই দলের নেতা হতে হবে ,বাঁকা পথে আসার সুযোগ নেই।কোন সুযোগ সন্ধানীরা যাতে দলে অনুপ্রবেশ না করতে পারে ,এদিকে সবার খেয়াল রাখতে হবে ‘
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্পেন বি এন পি'র যুগ্ম আহ্বায়ত হেমায়েত খান, মিল্টন ভূইয়া কচি, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সোহেল আহমদ সামছু, আব্দুল মোতালেব বাবুল, বিল্লাল হোসেন শাকিল, শহিদুল ইসলাম, জাকিরুল ইসলাম জাকি, ছানুর মিয়া ছাদ, আব্দুল মজিদ সুজন, মানিক ব্যাপারী, মাঈনুদ্দিন আল ক্বাদেরী প্রমুখ।
ইউ