ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ২৩ মে ২০২৫

English

অর্থনীতি

এনবিআর এখনই বিলুপ্ত হচ্ছে না: অর্থ মন্ত্রণালয়

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৪, ২২ মে ২০২৫

এনবিআর এখনই বিলুপ্ত হচ্ছে না: অর্থ মন্ত্রণালয়

ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। ১২ মে জারি করা ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ কার্যকর করার আগে এতে প্রয়োজনীয় সংশোধন আনা হবে এবং সব অংশীজনের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশটি বাস্তবায়নের আগে বেশ কিছু প্রক্রিয়াগত কাজ সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে দুটি নতুন বিভাগ গঠনের জন্য সাংগঠনিক কাঠামো তৈরি, পদ সৃষ্টি, প্রয়োজনীয় অনুমোদন ও প্রশাসনিক কার্যক্রম শেষ করা। পাশাপাশি আয়কর, কাস্টমস ও ভ্যাট আইন এবং সংশ্লিষ্ট বিধিমালায়ও পরিবর্তন আনতে হবে। এসব কাজ সময়সাপেক্ষ হওয়ায় এনবিআর বিলুপ্তির কোনো তাৎক্ষণিক বাস্তবতা নেই।

অর্থ মন্ত্রণালয় জানায়, রাজস্ব প্রশাসনের চলমান সংস্কার প্রক্রিয়ার বিষয়ে এনবিআরের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনার জন্য ২০ মে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, পরামর্শক কমিটির সদস্য এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে, অধ্যাদেশটি বাস্তবায়নের আগে তা সংশোধন করে নেওয়া হবে।

তবে আলোচনায় ইতিবাচক সিদ্ধান্ত আসার পরও এনবিআরের কিছু কর্মকর্তা-কর্মচারী অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে। অর্থ মন্ত্রণালয় মনে করে, এই কর্মসূচির কোনো যৌক্তিকতা নেই।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এনবিআরের বিদ্যমান কাঠামো ও কর্মকর্তাদের দায়িত্বে কোনো পরিবর্তন আসছে না। বরং চলমান সংস্কারের মাধ্যমে ভবিষ্যতে পদসংখ্যা ও পদোন্নতির সুযোগ বাড়বে। সরকার কর ও শুল্ক প্রশাসনের কর্মীদের স্বার্থ রক্ষার বিষয়েও প্রতিশ্রুতিবদ্ধ।

অর্থ বছরের শেষ সময়ে বাজেট প্রস্তুতি ও রাজস্ব আদায় কার্যক্রমে বিঘ্ন এড়াতে, এনবিআরের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

ইউ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম

উপদেষ্টা আসিফ, মাহফুজের সঙ্গে খলিলুরের অব্যাহতি চাইল বিএনপি

আসামি গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

প্রত্যেককেই হিসাব দিতে হবে, হান্নান মাসউদের হুঁশিয়ারি

সরকারি চাকরি আইন সংশোধনে অধ্যাদেশের খসড়া অনুমোদন

জসীমের বিদায়, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম

বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম

জুলাই থেকে সারাদেশে এক দামে ব্রডব্যান্ড ইন্টারনেট

অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে হয়রানি ও হুমকির তীব্র নিন্দা 

এনবিআর এখনই বিলুপ্ত হচ্ছে না: অর্থ মন্ত্রণালয়

‘চা বাগানের শ্রমিকদের কষ্টের পেছনে রয়েছে ‘পলিটিক্স’

সন্তানের মানসিক বিকাশে ‘মায়ের’ ভূমিকা

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত গ্রহণ

সাবেক মন্ত্রী আমুর খালাতো ভাই গ্রেপ্তার

আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের