
সংগৃহীত ছবি
জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে তামাকপণ্যের মূল্য ও কর বৃদ্ধি এবং তামাক করনীতি সংস্কারের দাবি জানিয়েছেন ডর্প, গণমাধ্যমকর্মীসহ সামাজিক বিশিষ্ট নেতৃস্থানীয় ও নীতিনির্ধারক পর্যায়ের ব্যক্তিরা।
বুধবার (২১ মে) বিকেলে সিরডাপ মিলনায়তনে ‘আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে তামাকপণ্যের মূল্য ও কর বৃদ্ধি এবং তামাক করনীতি সংস্কার’ শীর্ষক জাতীয় সেমিনারে এ দাবি জানান তারা।
ডর্প-এর প্রতিষ্ঠাতা ও সিইও এইচএম নোমানের সভাপতিত্বে জাতীয় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মোঃ আখতারুজ্জামান (যুগ্মসচিব), স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক অতিরিক্ত সচিব হোসেইন আলী খন্দকার। বিশেষ আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত সচিব এনডিসি, বিডিআর তদন্ত কমিশনের সদস্য মুন্সী আলাউদ্দীন আল আজাদ, অথ মন্ত্রণালয়ের এনবিআরের প্রথম সচিব (কর নীতি) মোঃ তারেক হাসান। ধন্যবাদ জানান সচিব এবং ডর্পের উপদেষ্টা মোঃ আজহার আলী তালুকদার।
মূল প্রবন্ধ উপস্থাপন ও সঞ্চালনা করেন ডর্পের উপ নির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান।
এছাড়াও সামাজিক বিশিষ্ট নেতৃস্থানীয় প্রতিনিধিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে ২০২৫ সালের বিশ্ব তামাকমুক্ত দিবস (WNTD) পুরস্কার প্রদান করায় এনবিআরের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সেমিনারে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একীভূত করে প্রতি ১০ শলাকার সিগারেটের প্যাকেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯০ টাকা করার দাবি জানিয়ে বক্তারা বলেন, সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরের দাম কাছাকাছি হওয়ায় দাম বাড়লেও মধ্যম থেকে নিম্ন স্তরের সিগারেটে স্থানান্তরের প্রবণতা বাড়ে, তবে দুই স্তরকে একীভূত করে দাম বাড়ালে ধূমপানের প্রবণতা কমবে। এতে করে তরুণরা ধূমপানে নিরুৎসাহিত হবে এবং দীর্ঘমেয়াদে প্রায় ৯ লক্ষ তরুণের তামাকজনিত অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।
মূল প্রবন্ধে মূল প্রবন্ধে মোহাম্মদ যোবায়ের হাসান আসন্ন বাজেটে তামাকপণ্যের মূল্য ও কর বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবনাগুলো তুলে ধরে আসন্ন বাজেটে তামাকপণ্যের মূল্য ও কর বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবনাগুলো তুলে ধরে বলেন, নিম্ন ও মধ্যম স্তরকে একত্র করে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৯০ টাকা নির্ধারণ করা, উচ্চ স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৪০ টাকায় অপরিবর্তিত রাখা এবং প্রিমিয়াম স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৯০ টাকা নির্ধারণ করা এবং সিগারেটের খুচরা মূল্যের ওপর ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক, ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখতে হবে।
এছাড়া ফিল্টারবিহীন ২৫ শলাকা বিড়ির খুচরা মূল্য ২৫ টাকা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য ২০ টাকা নির্ধারণ করে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার দাবিও জানানো হয়। প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৫৫ টাকা এবং ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা উচিত। এছাড়া সব তামাক পণ্যের খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখার দাবিও জানানো হয়।
মোঃ আখতারউজ-জামান বলেন, সিগারেটে চারটি মূল্যস্তর (নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম) থাকায় তামাক কর ও মূল্য পদক্ষেপ সঠিকভাবে কাজ করছে না। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দাম খুবই কাছাকাছি। এ কারণে ভোক্তারা যেকোনো একটি স্তরের সিগারেট বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্র করে দাম বাড়ানো হলে দরিদ্র জনগোষ্ঠী এবং তরুণ প্রজন্ম ধূমপানে নিরুৎসাহিত হবে।
মুন্সী আলাউদ্দীন আল আজাদ বলেন, উপরোক্ত প্রস্তাবনা অনুযায়ী আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে তামাকপণ্যের বিদ্যমান কর ব্যবস্থা সংস্কার করলে সিগারেটের ব্যবহার ১৫.১ শতাংশ থেকে হ্রাস পেয়ে ১৩.০৩ শতাংশ হবে। প্রায় ২৪ লক্ষ প্রাপ্তবয়স্ক ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং প্রায় ১৭ লক্ষ তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে। দীর্ঘমেয়াদে ৮ লক্ষ ৬৪ হাজার ৭৫৮ প্রাপ্তবয়স্ক এবং ৮ লক্ষ ৬৯ হাজার তরুণ জনগোষ্ঠির অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে। এছাড়াও প্রায় ২০ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আয় হবে, যা আগের বছরের তুলনায় ৪৩ শতাংশ বেশি।
মোঃ তারেক হাসান বলেন, বাজেটের কমকান্ড গুলো কিভাবে হয়, সে অনুযায়ী তামাক সচেতনতা বিষয়ক আমাদের প্রস্তাব দিতে হবে। যাতে রাজস্ব বোর্ডের জন্য কাজ করা সহজ হয়। সেটা আমরা একটু সময় নিয়ে বিবেচনা করতে পারি। এটা একটা সচেতনতামূলক প্রোগ্রাম। কিছু না কিছু অবশ্যই হবে এবারের বাজেটে।
এইচএম নোমান বলেন, আমরা আশাবাদী তামাক পণ্যের মূল্য, কর বৃদ্ধি এবং তামাক করনীতি সংস্কার আইনগতভাবে করা হবে। স্থানীয়, জাতীয় পযার্য়ে তামাকমুক্ত করতে হবে সবাইকে একসাথে।
//এল//