
সংগৃহীত ছবি
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, নারী আন্দোলন এবং নারী উন্নয়নের পক্ষে কথা বলার জন্য নরসিংদী সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে তিনটি ধর্মীয় সংগঠন বিভিন্ন মাধ্যমে বিরূপ প্রচার প্রচারণা করছে ও আক্রমণের হুমকি দিচ্ছে এবং
চাকুরিচ্যুত করার জন্য কলেজ কর্তৃপক্ষকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। তাদের অভিযোগ নাদিরা ইয়াসমিন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে নারীদের পক্ষে কথা বলেছেন। পাশাপাশি ধর্মীয় সংগঠনগুলোর প্ররোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নাদিরা ইয়াসমিনকে নিয়ে অপমানজনক, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত পোস্ট দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছে যা অত্যন্ত দু:খজনক।
একজন শিক্ষক, গবেষক, সমাজ সেবক এবং নাগরিক হিসেবে নারীর উন্নয়ন ও নারীর পক্ষে শান্তিপূর্ণভাবে মত প্রকাশে নাদিরা ইয়াসমিনের রয়েছে সাংবিধানিক অধিকার। এই অধিকার সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব ।
এজন্য, নারীপক্ষ সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে:
১.অনতিবিলম্বে নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে সকল কর্মসূচিসহ ধ্বংসাত্মক কর্মকান্ড বন্ধ করতে ব্যবস্থা নিন
২.তাঁর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন
৩.তাঁর কর্মক্ষেত্রে যাতে কোন বিরুপ প্রতিক্রিয়া না পড়ে সে বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিন
৪.দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিন।
//এল//