ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ২৩ মে ২০২৫

English

প্রযুক্তি

জুলাই থেকে সারাদেশে এক দামে ব্রডব্যান্ড ইন্টারনেট

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ২২ মে ২০২৫

জুলাই থেকে সারাদেশে এক দামে ব্রডব্যান্ড ইন্টারনেট

ফাইল ছবি

দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে সমতা আনতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘এক দেশ, এক রেট’ নীতির আওতায় সারাদেশে একই দামে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হচ্ছে আগামী ১ জুলাই থেকে। নতুন ট্যারিফ অনুযায়ী, ৫ এমবিপিএস গতি সম্পন্ন সংযোগের মাসিক সর্বোচ্চ দাম হবে ৪০০ টাকা, ১০ এমবিপিএস ৭০০ টাকা এবং ২০ এমবিপিএসের দাম সর্বোচ্চ ১ হাজার ১০০ টাকা।

এই হার মহানগর থেকে শুরু করে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। আগে যেখানে একই গতির ইন্টারনেটের দাম ছিল ৫০০ টাকা পর্যন্ত, সেখানে এখন তা কমিয়ে সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য নির্ধারণ প্রাথমিকভাবে ৫ বছরের জন্য কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (২২ মে) বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়, কোনো ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান (আইএসপি) অনুমোদিত ট্যারিফের বাইরে অতিরিক্ত বা ভিন্ন ধরনের প্যাকেজ চালু করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সব আইএসপিকে বিটিআরসির অনুমোদিত ট্যারিফ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

সেবার মান নিশ্চিত করতে বিটিআরসি চালু করেছে ‘গ্রেড অব সার্ভিস’ ব্যবস্থা। এর আওতায় কোনো গ্রাহক যদি টানা ৫ দিন ইন্টারনেট সংযোগ না পান, তাহলে তার মাসিক বিলের ৫০ শতাংশ ছাড় দিতে হবে। ১০ দিন বিচ্ছিন্ন থাকলে মিলবে ২৫ শতাংশ ছাড়, আর ১৫ দিন বা তার বেশি সময় সংযোগ না থাকলে পুরো মাসের বিল মওকুফ করতে হবে।

বিটিআরসি বলছে, এই উদ্যোগের ফলে শহর ও গ্রামের মধ্যে ইন্টারনেট ব্যবহারে বৈষম্য কমবে এবং সবাই একই দামে মানসম্পন্ন ইন্টারনেট সুবিধা পাবেন। এতে করে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকেও নির্দিষ্ট মান ও শর্ত মেনে সেবা দিতে বাধ্য করা হবে।

তবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) বলছে, দেশের অনেক এলাকায় ইতোমধ্যেই তারা এর চেয়ে কম মূল্যে ইন্টারনেট সেবা দিয়ে আসছে। একইসঙ্গে সরকার আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) সেবার জন্যও নতুন ট্যারিফ নির্ধারণ করেছে, যার প্রভাব সেবা খাতে পড়বে বলে তারা মনে করছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তথ্যপ্রযুক্তি ব্যবহারে সাম্য ও সাশ্রয় নিশ্চিত করবে।

ইউ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম

উপদেষ্টা আসিফ, মাহফুজের সঙ্গে খলিলুরের অব্যাহতি চাইল বিএনপি

আসামি গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

প্রত্যেককেই হিসাব দিতে হবে, হান্নান মাসউদের হুঁশিয়ারি

সরকারি চাকরি আইন সংশোধনে অধ্যাদেশের খসড়া অনুমোদন

জসীমের বিদায়, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম

বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম

জুলাই থেকে সারাদেশে এক দামে ব্রডব্যান্ড ইন্টারনেট

অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে হয়রানি ও হুমকির তীব্র নিন্দা 

এনবিআর এখনই বিলুপ্ত হচ্ছে না: অর্থ মন্ত্রণালয়

‘চা বাগানের শ্রমিকদের কষ্টের পেছনে রয়েছে ‘পলিটিক্স’

সন্তানের মানসিক বিকাশে ‘মায়ের’ ভূমিকা

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত গ্রহণ

সাবেক মন্ত্রী আমুর খালাতো ভাই গ্রেপ্তার

আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের