
যশোরে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, শিক্ষক আটক
যশোরের ঝাউদিয়ার মদিনাতুল উলুম কওমি মাদ্রাসায় সাত বছরের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল জব্বারকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। আটক জব্বার ওই গ্রামের নিজাম বিশ্বাসের ছেলে।
ওই শিশুর স্বজনেরা জানায়, জব্বার প্রায় শিশুটির উপর যৌন নির্যাতন চালাতেন। কয়েকদিন আগে ঘটনাটি ওই শিশু তার পরিবারকে জানায়। বুধবার গোপনে তার বাবা মাদ্রাসায় আসে। দুপুরে সকলের ছুটি হওয়ার পর জব্বার একটি কক্ষে নিয়ে ওই শিশুর সাথে খারাপ আচরণ করতে থাকে। এসময় হাতে নাতে তার বাবা ধরে ফেলে। ওই শিশুর বাবা বিশেষ বাহিনীতে চাকরি করে। পরে ওই বিশেষ বাহিনীর উর্ধতন কর্মকর্তারা হাজির হয় মাদ্রাসায়। এসময় পুলিশকে খবর দিলে সাজিয়ালী ক্যাম্প ও কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পরে তাকে আটক করে কোতোয়ালি থানায় আনা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এদিকে, স্থানীয়রা জানায় ওই মাদ্রাসায় একাধিকবার বলাৎকারের ঘটনাও ঘটেছে। #
//এস//
নজিস্ব প্রতবিদেক
দনৈকি দশেতথ্য//এইচ/
‘শখে হাসনিাকে জনগণ থকেে আলাদা করার ষড়যন্ত্র চলছ’ে
//এল//