
ছবি: সরিষাবাড়ীতে সরকারের উন্নয়নের প্রচারপত্র বিতরণকালে...
জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগ সরকারের করা বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরে প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) বিকালে পৌর এলাকার শিমলা বাজার, আরামনগর বাজার, সরিষাবাড়ী বাসষ্টেশন এলাকায় সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সরিষাবাড়ী আসনের আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশি আব্দুস সামাদ আজাদ তারা।
এসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সরিষাবাড়ী আসনের এমপি মনোনয়ন প্রত্যাশি আব্দুস সামাদ আজাদ তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশকে আধুনিক সমৃদ্ধ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের কাছে মাথা উচু করে দাড় করিয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে এই আস্থা আমাদের রাখতে হবে।’
ইউ