
সংগৃহীত ছবি
যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৪১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারেরপণ্যসামগ্রী সহ মাদক জব্দ হয়েছে।
বিজিবি জানিয়েছেন, বুধবার (২১ মে) দিনব্যাপী ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল বিওপি, আইসিপি ও আমড়াখালী ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ভারতীয় বিভিন্ন প্রকারের পণ্য সামগ্রী জব্দ করেছে। যেগুলো অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল। যার সিজার মূল্য ৪১ লক্ষ ৩ হাজার ১০/- টাকা
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটোন্যান্ট কর্নেল সাইফুলাহ্ সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিদেশী মদ, ভারতীয় শাড়ী, কম্বল, থ্রী-পিছ, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, ফোসকা, জিরা, খাদ্য সামগ্রী, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
তিনি জানান, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে এসব মাদক ও পণ্যসামগ্রী ফেলে পালিয়ে যায়। যেকারণে আসামী আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলমান থাকবে।
//এল//