ঢাকা, বাংলাদেশ

বুধবার, কার্তিক ৬ ১৪৩১, ২৩ অক্টোবর ২০২৪

English

সারাদেশ

সালাম গোলন্দাজ হত্যা মামলার স্বাক্ষীদের বিরুদ্ধে মামলা

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) থেকে

প্রকাশিত: ১৩:৪৫, ১৫ জুন ২০২৪

সালাম গোলন্দাজ হত্যা মামলার স্বাক্ষীদের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

বরিশালের বানারীপাড়ায় ব্যবসায়ী আব্দুস সালাম গোলন্দাজ (৬০) হত্যা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে ওই মামলার স্বাক্ষীদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করার অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যবসায়ীর মৃত্যুর সাড়ে তিন বছর পরে তাকে হত্যার অভিযোগে তার স্ত্রী ও জামাতাসহ চারজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। আব্দুস সালাম গোলন্দাজের বোন নাসিমা ইয়াসমিন বাদী হযে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্প্রতি মামলা দাযের করলে বিচারক মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কে নির্দেশ দেন। ওই নির্দেশের প্রেক্ষিতে ১২ জুন (বুধবার) মামলাটি বানারীপাড়া থানায় হত্যা মামলা হিসেবে রুজ্জু করা হয়। মামলার আসামিরা- হলেন সাবিনা ইয়াসমিন (৫০),তার মেয়ে জামাতা খালিদ মাহমুদ সোহাগ (৩৮), মো. মাসুম (৩৮) ও ভাই দুলাল হাওলাদার (৫৩)। 

এছাড়া ৭ জুন (শুক্রবার) সকালে আ,সালাম গোলন্দাজের বড় ভাই ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেনের মালিকানাধীন উপজেলার কাজলাহার গ্রামের এবিসি ব্রিকস ও সলিয়াবাকপুর গ্রামের বাড়িতে হত্যা মামলার আসামীরা ও তাদের ভাড়াটে লোকজন হামলা ভাংচুর,লুটপাট এবং আলাউদ্দিন গোলন্দাজসহ কয়েকজনকে মারধর করেন। 

১২ জুন (বুধবার) ওই ইটভাটার মালিক ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেনের মামাতো বোন মো. শাহনাজ বেগম বাদী হয়ে বানারীপাড়া থানায় ১২ জনকে আসামী করে ভাটা ও বাড়িতে হামলা, ভাংচুর ও হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। হত্যাসহ এ দুটি মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে ১৩ জুন বৃহস্পতিবার রাতে সাবিনা ইয়াসমিনের ছেলে বউ মেহেরুননেসা ডায়নাকে দিয়ে মামলা দুটির স্বাক্ষীদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে বানারীপাড়া থানায় মামলাটি রুজু করা হয়। 

এ বিষয়ে ক্যাপ্টেন এম.মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, তার ভাই  আব্দুস সালাম গোলন্দাজের হত্যা মামলা এবং তার ইটভাটা এবং বাড়িতে হামলা ভাংচুর ও তাদের হত্যা প্রচেষ্টার বিষয়ে দায়ের করা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে তিনিসহ মামলা দুটির স্বাক্ষীদের বিরুদ্ধে হত্যা মামলার আসামি সাবিনা ইয়াসমিন তার পুত্রবধুকে দিয়ে কল্পকাহিনী সাজিয়ে হয়রাণিমূলক মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

এদিকে হত্যা মামলার বাদীর দাবি অর্থ সম্পত্তি আত্মসাৎ ও  সাবিনা ইয়াসমিন এবং তার জামাতা খালিদ মাহমুদ সোহাগ পরকীয়া প্রেমের বাধা দূর করার জন্য অসুস্থ সালাম গোলন্দাজকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পূর্বপরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের ৮ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১১টা হতে পরদিন ৯ জানুয়ারী সকাল ৬টার মধ্যে বিভিন্ন চেতনানাশক ঔষধ (বিষ) সেবন করিয়ে এবং এক পর্যায়ে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করেন। আসামীরা সকালবেলা প্রচার করেন যে সালাম গোলন্দাজ হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আসামিরা তখন তড়িঘড়ি করে তার লাশ দাফন করেন। পরবর্তীতে পরকীয়া প্রেমে আসক্ত সাবিনা ইয়াসমিন বানারীপাড়ার প্রয়াত ছত্তার মৃধার ছেলে আনিছ মৃধার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করার পাশাপাশি তার মেয়েজামাতা খালিদ মাহমুদ সোহাগের সঙ্গেও অবৈধ সম্পর্ক অব্যাহত রাখেন। বাদী দাবি করেন তার ভাইয়ের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের মাধ্যমে রাসায়নিক ও ডিএনএ পরীক্ষা করলে তার মৃত্যুরহস্য উদঘাটন হবে। 

এদিকে মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে সাবিনা ইয়াসমিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বানারীপাড়া থানার ওসি মো. মাইনুল ইসলাম বলেন, থানায় রুজু হওয়া পৃথক তিনটি মামলার বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউ

দুই দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত হবে: হাসনাত আব্দুল্লাহ

দুই দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত হবে: হাসনাত আব্দুল্লাহ

বঙ্গভবনের সামনে বিক্ষোভে আহত ৩

বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাষ্ট্রপতিকে অপসারণের কোনো সিদ্ধান্ত হয়নি

প্রধান বিচারপতির সঙ্গে ২ উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক

স্বর্ণের দাম বেড়ে ফের রেকর্ড, বুধবার থেকে কার্যকর

ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ডেঙ্গুতে নতুন ৭ মৃত্যু

বাধ্যতামূলক অবসরে সমাজকল্যাণ সচিব, পিএসসি সচিব ওএসডি

সেন্টমার্টিন ভ্রমণে সরকারের নতুন সিদ্ধান্ত

হজ প্যাকেজ ঘোষণা ৩০ অক্টোবর

শুল্ক কমলেও উল্টো বেড়েছে চিনির দাম

জুলাই অভ্যুত্থানে হত্যার তদন্ত-বিচারের এখতিয়ার শুধুই ট্রাইব্যুনাল