ঢাকা, বাংলাদেশ

বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪

English

ভ্রমণ

বাংলাদেশ থেকে কানাডার ভিসা পাবেন যেভাবে

উইমেনআই২৪ প্রতিবেদক:

প্রকাশিত: ১৫:০৭, ২৪ নভেম্বর ২০২৩

বাংলাদেশ থেকে কানাডার ভিসা পাবেন যেভাবে

বাংলাদেশ থেকে কানাডার ভিসা পাবেন যেভাবে ................ ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকার অন্যতম বড় দেশ কানাডা। বিশ্বের লাখ লাখ মানুষের জনপ্রিয় ভ্রমণ গন্তব্য এই দেশটি। প্রতিবছর লাখো মানুষ এই দেশে পাড়ি জমান। দেশটির ৯৫ ভাগের বেশি মানুষ অভিবাসী আর বাকি ৪ দশমিক ৯ ভাগ মানুষ ফার্স্ট নেশন। এ কারণে কানাডাকে অভিবাসীদের দেশও বলা হয়।

বাংলাদেশী অভিবাসন প্রত্যাশী কিংবা ভ্রমণ পিপাসু অনেক মানুষেরও প্রথম পছন্দ কানাডা। তবে বেশিরভাগই জানেন না কীভাবে খুব সহজেই কানাডার ভিসা পাওয়া যাবে।

কানাডা ভিসা আবেদন কীভাবে করবেন?
কানাডায় সরাসরি অভিবাসী ভিসা কিংবা ভ্রমণ ভিসার জন্য অনলাইনে আবেদন করা যায়। ভিসা আবেদনসমূহের জন্য মূলত নিচের ধাপসমূহ ফলো করতে হবে-

১. অনলাইনে ভিসা আবেদন সম্পন্ন করতে হবে। ভিসা ফরমে আপনার নিজের পেশাগত, ভ্রমণ সংক্রান্ত, পরিবারের তথ্যসমূহ সঠিকভাবে দিতে হবে।
২. কানাডা ভিসার জন্য বায়োমেট্রিক দেয়া বাধ্যতামূলক। বাংলাদেশে কানাডার বায়োমেট্রিক পার্টনার ভিএফএস গ্লোবালের ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের অফিসের গিয়ে আপনাকে ছবি তোলা ও আঙ্গুলের ছাপ দিতে হবে।
৩. আবেদনের পর সাধারণত ভ্রমণ ভিসার জন্য ১ থেকে ২ মাস এবং অভিবাসী ভিসার জন্য ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে অভিবাসী ভিসার অনেক রিকেয়্যারমেন্ট রয়েছে, সেগুলো অবশ‍্যই আপনাকে পূরণ করতে হবে। ভ্রমণ ভিসার জন্য কঠিন কোনো শর্ত সাধারণত নেই।
৪. ভিসা এপ্রুভ হলে আপনি ই-মেইলে নোটিফিকেশন পাবেন। এরপর ভিসা এপ্রুভাল লেটারসহ ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিতে হবে। ১০ দিন পর ভিসাসহ পাসপোর্ট ফেরত পাবেন। ভ্রমণ ভিসা সাধারণত ১০ বছরের জন্য ইস্যু করা হয়।

ভ্রমণ ভিসার জন্য কী কী যোগাতা থাকতে হবে?
কানাডা ভ্রমণ ভিসার প্রার্থীর ইতিপূর্বে বেশ কয়েকটি দেশে ভ্রমণ থাকলে ভালো। পাশাপাশি আপনার পেশাগত, সামাজিক এবং পারিবারিক টাই থাকতে হবে। এছাড়া একজন আবেদনকারীকে তার অর্থনৈতিক সক্ষমতাও প্রমাণ করতে হয়, তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন খুবই গুরুত্বপূর্ণ।

কাদের সহায়তা নিয়ে আবেদন করতে পারবেন?
ঢাকায় বর্তমানে বেশকিছু পেশাদার ভিসা প্রসেসিং কোম্পানি রয়েছে। এগুলোর মধ্যে গুলশানের ‘ভিসা প্রসেসিং সেন্টার’ রয়েছে শীর্ষ অবস্থানে। প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আল-মামুন হৃদয় জানান, উন্নত দেশসমূহের ভিসা পাওয়ার জন্য আপনার আগের ভ্রমণ ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। ভালো হয় আপনার আশপাশের কিছু দেশ ভ্রমণ করে এরপর উন্নত দেশের ভ্রমণ ভিসার জন্য আবেদন করলে। ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইটে (https://visaprocessingcenter.com/canada-visa-from-bangladesh/) কানাডা ভিসা আবেদনের সব তথ্য বিস্তারিত পাওয়া যাবে।

কানডা ভ্রমণের সঠিক সময় কোনটি?
কানাডা শীত প্রধান দেশ। বছরের একটা বড় সময়ই তাই ঠান্ডা এবং বরফে ঢাকা থাকে। কানাডা ভ্রমণের জন্য উত্তম সময় এপ্রিলের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত। বাকি সময়ও আপনি কানাডা ভ্রমণে যেতে পারেন, তবে তখন কেবল শীতকালীন অ‍্যাকটিভিটি এনজয় করতে হবে।

কানাডা ভ্রমণ ভিসা পাওয়া যেহেতু বেশ সময়সাপেক্ষ, তাই আগামী বছর কানাডা ঘুরতে যেতে চাইলে প্রস্তুতি নিতে হবে এখনই!

//জ//

আমিরাতে গাড়ির ভেতর শ্বাসরুদ্ধ হয়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

ডলারের দাম বাড়ল

গাবতলীতে প্রিজাইডিং অফিসার ও প্রার্থীর এজেন্ট আটক

ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য

সরাইলে ২ পোলিং এজেন্টসহ ৩ জনকে কারাদণ্ড

প্রথম ধাপের উপজেলা ভোট শেষে চলছে গণনা

সরিষাবাড়ীতে খরস্রোতা যমুনার বুকে বাদামের বাম্পার ফলন 

সীমান্তে হত্যা দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

ডোনাল্ড লুর সফর রাজনৈতিক নয়: হাছান মাহমুদ

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ১০

নরসিংদীতে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০

করোনার টিকা প্রত্যাহার করলো অ্যাস্ট্রাজেনেকা

এখন ঘরে বসেই হজযাত্রা প্রক্রিয়ার সব কাজ করা যাচ্ছে: প্রধানমন্ত্রী

সন্ধ্যার মধ্যে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সঙ্কেত

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু