
ফোল্ডিং ফোন আনল টেকনো
চীনের হ্যান্ডেসেট নির্মাতা প্রতিষ্ঠান টেকনো এই প্রথম ফোল্ডিং স্মার্টফোন আনল। মডেল টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে হ্যান্ডসেটটি উন্মোচন করা হয়েছে।
বাজারে ফোল্ডেবল স্মার্টফোনের চাহিদা তুঙ্গে। ফলে বিভিন্ন কোম্পানি ফোল্ডেবল ফোন আনতে ব্যস্ত। সেই কাতারে সামিল হলো টেকনো।
টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ফোনে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ভারতে এই মডেলটি বিক্রি হচ্ছে ৫০ হাজার রুপিতে।
হ্যান্ডসেটটি আইকনিক ব্ল্যাক এবং মিস্টিক ডন রঙে কেনা যাবে।
টেকনোর নতুন ফোল্ডিং ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লের প্রধান ডিসপ্লে। এই ডিসপ্লের রেজুলেশন ২৪০০x১০৮০ পিক্সেল। এর সর্বোচ্চ উজ্জ্বলতা ১০০০ নিটস।
এই নতুন ফোনের বাঁকা অ্যামোলিড কভার প্যানেলটি ১.৩২ ইঞ্চির। যা সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে নানা তথ্য ব্যবহারকারীকে প্রদর্শন করবে।
হ্যান্ডসেটটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসন ৮০৫০ মডেলের চিপসেট। ফোনটিতে ৮ জিবি প্রাইমারি র্যাম দেওয়া হলেও ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এই ফোনটি চলবে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে।
টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ একটি ফাইভ জি কানেকশনের ফোন। এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। সঙ্গে থাকছে ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। এর সঙ্গে রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এর সঙ্গে একটি কোয়াড ফ্ল্যাশলাইট ইউনিটও দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছে টেকনো। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য থাকছে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জার।
//এল//