ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ০৪ আগস্ট ২০২৫

English

প্রযুক্তি

জেগে উঠল মহাজাগতিক দানব

উইমেনআই২৪ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫১, ২ আগস্ট ২০২৫

জেগে উঠল মহাজাগতিক দানব

ছবি সংগৃহীত

প্রথমবার দেখা গেল, ধুলিময় মহাকাশে এক বিশাল ব্ল্যাক হোল ধীরে ধীরে একটি তারাকে গিলে ফেলছে—আর সেই দৃশ্য ধরা পড়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে (James Webb Space Telescope)।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এতদিন যে দৃশ্যগুলো মহাবিশ্বে ধূলোর আড়ালে লুকিয়ে ছিল, এখন সেগুলো স্পষ্ট হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপের উন্নত ইনফ্রারেড সেন্সরের (Infrared Sensors) মাধ্যমে।

নক্ষত্র খেকো ব্ল্যাক হোল!

সাধারণভাবে, এক ঘুমন্ত বা নিষ্ক্রিয় ব্ল্যাক হোল (Dormant Black Hole) মহাকাশে ধরা পড়ে না। কিন্তু যখন একটি তারা (Star) ভুল করে তার খুব কাছে চলে যায়, তখন ব্ল্যাক হোলের ভয়ানক মহাকর্ষীয় টানে (Gravitational Pull) সেই তারাটি ছিন্নভিন্ন হয়ে এক গ্যাসীয় চাকায় (Gas Disk) পরিণত হয় এবং ব্ল্যাক হোলকে খেতে দেয়।

এই মুহূর্তেই ব্ল্যাক হোল "জেগে ওঠে", এবং শুরু হয় তারাভোজের দৃশ্য—যাকে বিজ্ঞানীরা বলেন টাইডাল ডিসরাপশন ইভেন্ট (Tidal Disruption Event - TDE)

এই গ্যাসচক্র তীব্র তাপ ছড়িয়ে দেয় এবং এক্স-রে (X-ray), আল্ট্রাভায়োলেট (Ultraviolet) এবং দৃশ্যমান আলো (Visible Light) নিঃসরণ করে। সাধারণ টেলিস্কোপের মাধ্যমে এভাবেই এরকম ঘটনা শনাক্ত করা হয়।

ধুলোর দেয়াল ভেদ করল ওয়েব

কিন্তু সমস্যা হলো, এই সব বিকিরণ (Radiation) ধুলায় ঢাকা গ্যালাক্সিতে আটকে যায়। MIT-এর জ্যোতির্বিজ্ঞানী মেগান মাস্টারসন (Megan Masterson) বলেন, “ধুলো এই সমস্ত তরঙ্গদৈর্ঘ্য একেবারে আটকে দিতে পারে।” ফলে, অনেক TDE (টাইডাল ডিসরাপশন ইভেন্ট) হয়তো ঘটে চলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।

তবে এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইনফ্রারেড আলো (Infrared Light)। এই ধুলো প্রথমে অন্যান্য বিকিরণ শোষণ করে এবং পরে ইনফ্রারেড আলো হিসেবে তা নিঃসরিত করে—আর সেটাই শনাক্ত করেছে জেমস ওয়েব।

মাস্টারসনের নেতৃত্বে এক গবেষণা দল আগে একটি ইনফ্রারেড মহাকাশ জরিপের (Infrared Space Survey) পুরোনো ডেটা বিশ্লেষণ করে ১২টি সম্ভাব্য TDE চিহ্নিত করেন। এর মধ্যে ৪টিকে লক্ষ্য করে ওয়েব টেলিস্কোপ নতুনভাবে পর্যবেক্ষণ চালায়।

তথ্যে মিলল ব্ল্যাক হোলের চিহ্ন

ওয়েব টেলিস্কোপ দেখেছে, সেখানে এমন পরমাণুর (Atoms) উপস্থিতি আছে যেগুলো শক্তিশালী এক্স-রে ও আল্ট্রাভায়োলেট বিকিরণের ফলে ইলেকট্রন হারিয়েছে—এটি একটি স্পষ্ট লক্ষণ যে, ব্ল্যাক হোল তখন "খাচ্ছিল"।

এমন বিকিরণ সম্পূর্ণ জাগ্রত ব্ল্যাক হোল (Fully Awake Black Hole)-এর ক্ষেত্রেও হতে পারে, যেগুলো সবসময় গ্যাস গ্রহণ করে। তবে গবেষকরা লক্ষ্য করেন—ধুলোর গঠন ও আচরণ দেখায়, এটি অনেকটা ঘুমন্ত ব্ল্যাক হোল হঠাৎ জেগে উঠে স্বল্প সময়ের জন্য একটি তারা গিলে নিচ্ছে।

কম্পিউটার সিমুলেশনও (Computer Simulation) এই পর্যবেক্ষণকে সমর্থন করেছে।

ধীর গতির আলো, কিন্তু নির্ভরযোগ্য পথ

মাস্টারসন ব্যাখ্যা করেন, “তারাটির ছিন্নভিন্ন হওয়া থেকে যে আলো তৈরি হয়, তা ধুলায় পৌঁছাতে কিছুটা সময় নেয়। ফলে ইনফ্রারেড বিকিরণ (Delayed Infrared Emission) একটু দেরিতে আসে। কিন্তু ধুলায় ঢাকা ব্ল্যাক হোলের উপস্থিতি বোঝার জন্য এটাই একমাত্র উপায়।”

 যে জন্য গুরুত্বপূর্ণ এই আবিষ্কার

  •  জেমস ওয়েব প্রথমবার ধুলায় ঢাকা ব্ল্যাক হোল শনাক্ত করেছে ইনফ্রারেড আলো বিশ্লেষণ করে

  •  মহাকাশের অনেক ‘গোপন’ ব্ল্যাক হোল হয়তো এইভাবেই তারাভোজ করছে—আমরা শুধু দেখতে পাচ্ছিলাম না

  •  ওয়েব টেলিস্কোপ মহাবিশ্বে নতুন জানালার মতো কাজ করছে, যা অন্য যন্ত্রে অসম্ভব ছিল

শেষ কথা

এটি কেবল একটি আবিষ্কার নয়—একটি সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। মহাবিশ্বের অদৃশ্য রাক্ষসরা হয়তো বহুদিন ধরেই তারাদের গ্রাস করে চলেছে, আর এখন আমরা প্রথমবার তাদের ছায়ার আড়ালে নড়াচড়া দেখতে পাচ্ছি। সায়েন্স নিউজ

ইউ

নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ৫ হাজার ৫০০ কেজি পলিথিন জব্দ

শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীতে বর্ণাঢ্য রিক্সা র‍্যালি

জুলাইয়ে রেকর্ড ৩০ হাজার কোটি টাকার রেমিট্যান্স

গাজায় অনাহারে মৃত্যু হলো ফিলিস্তিনি কিশোর চ্যাম্পিয়নের

এনসিপির ২৪ দফা ইশতেহার: নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা

সামরিক জাদুঘরে কিডস টাইমের শিক্ষা সফর 

বিএনপির নতুন অঙ্গীকার: জীবনমান উন্নয়নের রাজনীতি

৫ আগস্ট সারাদেশের পোশাক কারখানা বন্ধ

এনসিপির সমাবেশে নাহিদ ইসলামের উপস্থিতি

অধ্যাপক ড. এম শমশের আলী’র প্রয়াণে বাংলা একাডেমির শোক

জনগণের সরকার গঠন এখন জরুরি: বিএনপি নেতা এ্যানি

এলপিজি সিলিন্ডারের দাম কমল

মানসিক স্বাস্থ্যের উন্নতিতে পাঁচটি জীবনধারা পরিবর্তন

নখের পরিবর্তনে মিলতে পারে ক্যান্সারের ইঙ্গিত

গণঅধিকার পরিষদ প্রত্যাখ্যান করল জুলাই ঘোষণাপত্র