ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ২৯ জুলাই ২০২৫

English

প্রযুক্তি

স্টারলিংকে বিভ্রাট, বিশ্বজুড়ে ইন্টারনেট অচল

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১২:০১, ২৫ জুলাই ২০২৫

স্টারলিংকে বিভ্রাট, বিশ্বজুড়ে ইন্টারনেট অচল

সংগৃহীত ছবি

স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সার্ভিস ‘স্টারলিংক’ এ বিভ্রাট দেখা দেওয়ায় বিশ্বের লাখো ব্যবহারকারী একসঙ্গে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এ অবস্থা প্রায় আড়াই ঘণ্টা দীর্ঘ হয়। নজিরবিহীন এই ঘটনায় প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহীদের পাশাপাশি স্টারলিংক প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নিজেও দুঃখ প্রকাশ করেছেন।

এত বড় পরিসরের এই বিভ্রাট স্টারলিংকের জন্য নজিরবিহীন ঘটনা। এটি সফটওয়্যার ত্রুটি, ব্যর্থ হওয়া আপডেট, এমনকি সাইবার আক্রমণের ফলও হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

শুক্রবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।


স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস জানান, এই বিভ্রাট প্রায় দুই ঘণ্টা ৩০ মিনিট স্থায়ী হয়। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৬০ লাখেরও বেশি ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হন।

আল জাজিরা বলছে, ইন্টারনেট বিভ্রাট ট্র্যাক করা আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টা (বাংলাদেশ সময় রাত ১টা) থেকে বিভ্রাট শুরু হয়। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিতে ৬১ হাজারের বেশি বিভ্রাট রিপোর্ট জমা পড়ে।

এদিকে নিকোলস দাবি করেন, স্টারলিংকের মূল নেটওয়ার্ক পরিচালনার জন্য প্রয়োজনীয় কিছু অভ্যন্তরীণ সফটওয়্যারে ত্রুটি ছিল, যার কারণেই এই বিভ্রাট দেখা দেয়। আমরা এই সাময়িক সমস্যার জন্য দুঃখিত। স্টারলিংক সবসময়ই একটি নির্ভরযোগ্য নেটওয়ার্ক সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই ঘটনার মূল কারণ তদন্ত করে নিশ্চিত করব— এমন যেন আর না ঘটে।


অপরদিকে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইলন মাস্ক লেখেন, এই বিভ্রাটের জন্য দুঃখিত। স্পেসএক্স এর মূল কারণ খুঁজে বের করে তা চিরতরে সমাধান করবে।


২০২০ সাল থেকে স্পেসএক্স ৮ হাজারের বেশি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। পৃথিবীর কাছাকাছি কক্ষপথে এসব স্যাটেলাইটের মাধ্যমে একটি বিস্তৃত এবং ছড়িয়ে থাকা ইন্টারনেট নেটওয়ার্ক তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

//এল//

ঢাকাসহ ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা

জুলাই সনদের খসড়া প্রকাশ

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা

​​​​​​​কম্বোডিয়া-থাইল্যান্ড তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন শনাক্ত ৩৯৪

উত্তরায় বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে ৩ রোগী সংকটাপন্ন অবস্থা

গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় দোষীদের শাস্তি

আল আরাফাহ ইসলামি ব্যাংকের চাকরিচ্যুতদের প্রধান কার্যালয় ঘেরাও

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা জাতিবৈচিত্র্য দিবস ২০২৫

সময়, ধাঁধা আর জীবনের ছোট বিস্ময়

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় তদন্তে চীনের দল

জুলাই সনদে মৌলিক সংস্কারের রূপরেখা থাকতে হবে: নাহিদ ইসলাম

নির্বাচনে ৬০ হাজার সেনা মোতায়েন হবে

নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে আসবে রদবদল: আজাদ মজুমদার

এনসিপি থেকে হঠাৎ নীলা ইস্রাফিলের পদত্যাগ