
বরিশাল সিটি নির্বাচনে দলীয় প্রার্থী পক্ষে জাপার গণসংযোগ
জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদ প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসের পক্ষে (৭ জুন) বরিশাল শহরের চৌমাথা, রুয়ার পুল,কুতঘাটা, কাশীপুর বাজার সহ ২৩, ২৭ ও ২৮ নং ওয়ার্ডে গণসংযোগসহ ৪টি পথসভা করেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এড.মো.রেজাউল ইসলাম ভূইয়ার নেতৃত্বে জাতীয় পার্টি প্রতিনিধি দল।
এসময় গণসংযোগে ও পথসভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, কেন্দ্রীয় নেতা এম রহমান পারভেজ, জাহাঙ্গীর আলম, স্থানীয় নেতা নজরুল ইসলাম হেমায়েত, অধ্যাপক গিয়াস, অধ্যাপক রফিকুল ইসলাম, এডভোকেট এম এ জলিল, এডভোকেট বসির আহমেদ সবুজ প্রমুখ বক্তৃতা করেন।
ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসের পক্ষে নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেন ২৩, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডে ।
//জ//