
ছবি সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়ালো ছাত্রদল। অনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন সংগঠনটির প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।
প্রতিবেদন:
তানজিলা হোসাইন বৈশাখী অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় নানা ধরনের অনিয়ম ঘটেছে। তার দাবি,
-
ছাত্রদলের ভিপি প্রার্থীকে তাজুদ্দিন হলে ঢুকতে দেওয়া হয়নি।
-
জামায়াত নেতার মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে ওএমআর মেশিন কেনা হয়েছে।
-
অমোচনীয় কালি সহজেই মুছে যাচ্ছে।
-
তাজুদ্দিন হলে ভোটার তালিকায় কারো ছবি ছিল না, এ কারণে সেখানে দুই ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে।
আরও অভিযোগ:
বৈশাখী আরও বলেন, প্রতিবাদের পর ওএমআর মেশিন বাতিল হলেও ওই প্রতিষ্ঠানের সরবরাহ করা ব্যালট দিয়েই ভোট নেওয়া হচ্ছে। জাহানারা ঈমাম হলে এক স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা চালানো হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এছাড়া সব হলে ছাত্রদলের পোলিং এজেন্টদের থাকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
ইউ