
ফাইল ছবি
২০২৬ সালে হজে যেতে চাইলে আগামী ১২ অক্টোবরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এদিনই হজের নিবন্ধনের শেষ সময়সীমা নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়—
-
সৌদি সরকারের নির্ধারিত সময় অনুযায়ী নিবন্ধনের সময়সীমা আর বাড়ানো হবে না।
-
আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন।
-
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের মে মাসের শেষ সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
ইউ