
ছবি সংগৃহীত
সবচেয়ে লম্বা চুলের বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের উত্তর প্রদেশের নারী স্মিতা শ্রীবাস্তব। ১৪ বছর বয়স থেকেই চুলের বিষয়ে যত্নশীল ৪৬ বছর বয়সী এই নারীর মাথায় ৭ ফুট ৯ ইঞ্চি লম্বা চুল রয়েছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, চুল বড় করার পেছনে অনুপ্রেরণা যুগিয়েছেন স্মিতার মা। ১৯৮০-এর দশকের ভারতীয় অভিনেত্রীদের মধ্যে যাদের লম্বা ও সুন্দর চুল ছিল তারাও স্মিতার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে স্মিতা বলেছেন, ‘ভারতীয় সংস্কৃতিতে দেবীদের খুব লম্বা চুল ছিল। আমাদের সমাজে চুল কাটাকে অশুভ মনে করা হয়, তাই নারীরা চুল বড় করতেন। লম্বা চুল নারীদের সৌন্দর্য বাড়ায়।’
স্মিতা জানান, সপ্তাহে দুবার নিজের চুল ধুয়ে নেন স্মিতা। লম্বা হওয়ার কারণে বিছানায় দাঁড়িয়ে নীচে একটি চাদর তিনি চুলগুলো মেলে দেন।
রেকর্ড বইয়ে নিজের নাম তালিকাভুক্ত হওয়ার পর উচ্ছ্বসিত হন স্মিতা। প্রতিক্রিয়ায় বলেন ‘ভগবান আমার ডাক শুনেছেন’।
ইউ