
ছবি সংগৃহীত
ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হওয়ার পর আজ নতুন পোপ নির্বাচিত হয়েছেন। ভ্যাটিকান সিটি কার্ডিনাল রবার্ট প্রেভোস্টকে নতুন পোপ হিসেবে নির্বাচিত করেছে। তিনি পোপ লিও চতুর্দশ নামে পরিচিত হবেন। এই প্রথম কোনো আমেরিকান পোপ নির্বাচিত হলেন বলে বিবিসি জানিয়েছে।
সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে পোপের ঐতিহ্যবাহী ট্যাপেস্ট্রি ঝোলানো হয়েছে। সেন্ট পিটার্স স্কয়ারে অপেক্ষমাণ জনসমুদ্রের সামনে কার্ডিনালরা ব্যালকনির দুপাশে সমবেত হন।
ব্যালকনিতে নবনির্বাচিত পোপের নাম ঘোষণার আগে, শিকাগোতে জন্মগ্রহণকারী পোপ লিও চতুর্দশ তার প্রথম ভাষণে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘তোমাদের সবার ওপর শান্তি বর্ষিত হোক’।
কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট নতুন পোপ নির্বাচিত হওয়ার সংবাদে ভ্যাটিকানে সমবেত জনতার মধ্যে আনন্দ ও উল্লাস দেখা যায়।
এর আগে গতকাল সিস্টিন চ্যাপেলের চিমনিতে কালো ধোঁয়া দেখা গিয়েছিল, যা ইঙ্গিত দিয়েছিল যে কার্ডিনালরা প্রথম দিনের ভোটাভুটিতে নতুন পোপ নির্বাচনে ব্যর্থ হয়েছেন।
উল্লেখ্য, পোপ ফ্রান্সিসের স্থলাভিষিক্ত হলেন পোপ লিও চতুর্দশ।
ইউ