ঢাকা, বাংলাদেশ

শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪

English

জাতীয়

বাংলাদেশে ভাতের কোনো অভাব নেই: কৃষিমন্ত্রী

উইমেনআই২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৭, ৭ জুন ২০২৩

বাংলাদেশে ভাতের কোনো অভাব নেই: কৃষিমন্ত্রী

ছবি: রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে...

বাংলাদেশে ভাতের কোনো অভাব নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশে বছরে চার কোটি টন ধান উৎপাদন হচ্ছে। দানাজাতীয় খাবারে আমরা স্বয়ংসম্পূর্ণ।’

বুধবার (৭ জুন) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ভাতের কোনো অভাব নেই। বছরে চার কোটি টন ধান উৎপাদন হচ্ছে। দানাজাতীয় খাবারেও আমরা স্বয়ংসম্পূর্ণ।’

একই সঙ্গে সবজির উৎপাদন বৃদ্ধির কথা জানিয়েছে তিনি বলেন, বছরে ৩ মিলিয়ন থেকে ২২ মিলিয়ন মেট্রিক টন সবজি উৎপাদন হচ্ছে।

তবে যাদের কেনার সামর্থ্য নেই, তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা করেছে বলে জানান তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, ‘নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবার দেয়াকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কারণ, মেধার বিকাশ ও সৃজনশীলতা বাড়াতে এর বিকল্প নেই। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাও কাজ করছে।’

কৃষির উন্নয়ন করে মানুষকে স্বাবলম্বী করে তুলতে হবে মন্তব্য করে তিনি বলেন, মানুষের আয় বাড়ালে কৃষি বাঁচবে, বিভিন্ন খাতও সমৃদ্ধ হবে। এ ক্ষেত্রে যেকোনো উদ্যোগে খাদ্য মন্ত্রণালয়কে সর্বোচ্চ সহায়তা করবে কৃষি মন্ত্রণালয়।

জনগণ পাশে থাকলে আগামী মেয়াদে পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ হওয়াই এ সরকারের লক্ষ্য হবে বলে উল্লেখ করেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘ক্ষমতা পাওয়ার পরই গত ১৫ বছরে আমরা আমাদের লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছি। আমরা ২০১৫ সালেই এমডিজির (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) সব লক্ষ্য অর্জন করেছিলাম, যা সারা পৃথিবীতে প্রশংসিত।’

আজ বাংলাদেশে দারিদ্র্য মাত্র ১৯ শতাংশ। জিডিপির হার উল্লেখযোগ্য হারে বেড়েছে, যোগ করেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, ‘২০৩০ সালের মধ্যে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখছি। মাথাপিছু আয়, শিক্ষা, অর্থনীতি সবকিছুতেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।’

তিনি বলেন, ‘২০২১ থেকে ২০৪১ সাল পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা নেয়া হয়েছে। আমরা সারা দেশে বিদ্যুৎ দিচ্ছি। আমরা ২৭০০০ মেগাওয়াটের সক্ষমতা অর্জন করেছি। এখন লোডশোডিং হচ্ছে। কারণ, বিশ্বমন্দা।’

ইউ

বৃষ্টি কবে হবে, জানাল আবহাওয়া অফিস

নারীর প্রতি বৈষম্য দূর করতে সরকার নিরন্তর কাজ করছে

গরমে চা খাওয়া কি ঠিক?

তাপমাত্রা কমাতে হিট অফিসারের নতুন উদ্যোগ

কোথায় হবে অনন্ত এবং রাধিকার বিয়ে?

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বেড়েছে সবজি-মাংসের দাম

উনার মনে হয় ডাক্তার দেখানো উচিত, বুবলীকে অপু 

চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের

৭৫ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার

ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন

ধর্মীয় বিষয় নিয়ে বিদ্যা বালানের বিস্ফোরক মন্তব্য