ঢাকা, বাংলাদেশ

রোববার, , ১০ আগস্ট ২০২৫

English

জাতীয়

জনশুমারির দুই লাখ ট্যাব পাচ্ছে শিক্ষার্থীরা

উইমেনআই২৪ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০২৩

জনশুমারির দুই লাখ ট্যাব পাচ্ছে শিক্ষার্থীরা

জনশুমারির দুই লাখ ট্যাব পাচ্ছে শিক্ষার্থীরা

‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ এর জন্য কেনা দুই লাখ ট্যাব প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাচ্ছে মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীরা।

গত বছরের মে মাসের শেষ নাগাদ ৪৪৭ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা ব্যয়ে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ প্রকল্পের আওতায় তিন লাখ ৯৫ হাজার ট্যাব কেনে সরকার। প্রায় আট মাস ধরে এসব ট্যাব পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) অলস পড়ে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

বিবিএস সূত্রে জানা যায়, দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনার জন্য গত বছর তিন লাখ ৯৫ হাজার ট্যাব কেনে সরকার।গেল বছরের ১৫ জুন শুরু হয় জনশুমারির কাজ। শেষ হয় ২১ জুন। কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার পর ট্যাবগুলো ঢাকার আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে অলস পড়ে আছে।

বিপুল টাকায় কেনা এসব ট্যাব সঠিক ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত হয়।

বিবিএস সূত্রে আরও জানা গেছে, প্রতিটি ট্যাব সর্বাধুনিক মানের। ৩২ গিগাবাইট র‍্যামের ট্যাবগুলোর কনফিগারেশন উঁচু মানের।এই ট্যাব দিয়ে শিক্ষার্থীরা টাইপিং, ডকুমেন্টেশন, প্রেজেন্টেশন বানাতে পারবে খুব সহজেই।তবে কী পদ্ধতিতে কোন জেলার শিক্ষার্থীদের এই ট্যাবগুলো বিতরণ করা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি বলে জানায় বিবিএস।

আদমশুমারী ও গৃহ গণনা প্রকল্পের পরিচালক দিলদার হোসেন বলেন, “যে উদ্দেশ্যে আমরা ট্যাবগুলো কিনেছিলাম তা সম্পূর্ণ সফল হয়েছে। আমরা খুব দ্রুত সময়ে আদমশুমারির ফলাফল প্রকাশ করতে সক্ষম হয়েছি। এখন আমরা এই ট্যাবগুলো ব্যবহার করতে চাই। পরবর্তী সমীক্ষা। এছাড়া আমরা শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার হিসেবে মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীদের হাতে প্রায় দুই লাখ ট্যাব তুলে দেব। ট্যাবগুলো রাষ্ট্রীয় সম্পদ। আমরা চাই না সেগুলো নষ্ট হোক। একটি নির্দেশিকা দেওয়া হচ্ছে। ট্যাব বিতরণের জন্য আঁকা।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক বিএম মইনুল হোসেন মনে করেন, বিবিএস-এর উচিত ট্যাবের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। কারণ এসব ট্যাব দীর্ঘদিন ভালো পরিবেশে না রাখলে ক্ষতির আশঙ্কা থাকে।

বিবিএস অর্থনৈতিক শুমারি-২০২৩ পরিচালনার জন্য ১ লাখ ৪০ হাজার ট্যাব দাবি করেছে। তবে বিবিএসের একাধিক কর্মকর্তা বলছেন, চলতি বছরের মধ্যে অর্থনৈতিক শুমারি হওয়ার সম্ভাবনা নেই। ফলে এ বছর এ প্রকল্পে ট্যাব ব্যবহারের কোনো সম্ভাবনা নেই। এর বাইরে বিবিএসের বিভিন্ন শাখা থেকে ১৭ হাজার ৮১৮টি ট্যাবের চাহিদা এসেছে। বিবিএসের মাঠপর্যায় থেকে ৩ হাজার ৫১৭টি ট্যাবের চাহিদা এসেছে। অন্যদিকে, পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের দ্বিতীয় ও উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যবহারের জন্য বিবিএস আরও ২৫০টি চাহিদাপত্র পেয়েছে। সব মিলিয়ে ১ লাখ ৬১ হাজার ৫৮৫টি ট্যাবের জন্য আবেদন এসেছে। এসব দাবি শুধু বিবিএস ও পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এসেছে।
 

//জ//

বিচার বাধায় শেখ হাসিনার ৬ মাস কারাদণ্ড

বায়তুল মোকাররমের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর, ৫ সমঝোতা স্মারক সই হবে

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন: সিইসি

বনভূমি উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করবে সরকার 

ইসলামে সুখের চাবিকাঠি: ভরসা, কৃতজ্ঞতা আর ধৈর্য

একই পরিবারের ৭জনের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা 

হজ ব্যবস্থাপনায় রেকর্ড সাফল্য

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু

নিরপেক্ষরাও বিএনপির কাছ থেকে ভালো আশা করে: তারেক

সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার করল আসামি স্বাধীন

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু

ভোটে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ইসি

জাতীয় ঐকমত্য কমিশন আগামী সপ্তাহে দলগুলোর সাথে আলোচনায় বসবে

কলকাতায় গোপনে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগ, খুলেছে ’পার্টি অফিস