
ফাইল ছবি
মালয়েশিয়া সরকার বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য বহুল প্রতীক্ষিত মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) চালুর ঘোষণা দিয়েছে।
৮ আগস্ট (শুক্রবার) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।
নতুন এই ব্যবস্থায় বৈধ পিএলকেএস (প্রতিরক্ষা শিল্প শ্রমিক স্বীকৃতি প্রকল্প) ভিসাধারী বাংলাদেশি কর্মীরা এখন থেকে একাধিকবার মালয়েশিয়ায় প্রবেশ-প্রস্থান করতে পারবেন। এতে করে শ্রমিকদের যাতায়াতের সুবিধা বাড়বে এবং ভিসা প্রক্রিয়া সহজ হবে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
গত ১৫ জুলাই মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন ফেসবুকে এ সংক্রান্ত প্রাথমিক তথ্য জানায়। বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত মে মাসে মালয়েশিয়া সফরকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। এরই ধারাবাহিকতায় ১০ জুলাই এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
এতদিন শুধু বাংলাদেশি শ্রমিকদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, যা তাদের জন্য নানা অসুবিধার সৃষ্টি করত। নতুন এমইভি নীতির মাধ্যমে বাংলাদেশি কর্মীরা এখন থেকে একাধিকবার যাতায়াতের সুযোগ পাবেন, যা তাদের ভ্রমণ সুবিধাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে।
ইউ