
ছবি সংগৃহীত
জাতীয় সংসদ ভবনের এলডি হলে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক **আলী রীয়াজ** জানিয়েছেন, **জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি ও বাধ্যবাধকতা নির্ধারণ** করতে আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনায় বসবে কমিশন।
কী আলোচনা হবে?
- সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সুনির্দিষ্ট পদ্ধতি চূড়ান্ত করা।
- জুলাই সনদের শর্তাবলি মানার বাধ্যবাধকতা নিশ্চিত করা।
- বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ।
অগ্রগতি ও চ্যালেঞ্জ
- **প্রথম পর্বে** ১৬৬টি প্রস্তাবের মধ্যে **৬২টিতে ঐকমত্য** হয়েছে, যার কিছু ইতোমধ্যে বাস্তবায়িত।
- **দ্বিতীয় পর্বে** ২০টি সাংবিধানিক ইস্যুতে আলোচনা হয়— **১১টিতে পূর্ণ ঐকমত্য**, বাকিগুলোতে অধিকাংশ দলের সমর্থন রয়েছে।
- কিছু দলের "বিরূপ মনোভাবের কারণে" ২৫টি বিষয়ে আলোচনা হয়নি বলে জানান আলী রীয়াজ।
পরবর্তী পদক্ষেপ
- আগামী সপ্তাহে বিশেষজ্ঞ ও দলগুলোর সাথে বৈঠক।
- **জুলাই সনদের** চূড়ান্ত খসড়া প্রস্তুত করে তা বাস্তবায়নের রোডম্যাপ তৈরি।
পটভূমি
গত ফেব্রুয়ারিতে কাজ শুরু করা ঐকমত্য কমিশনের সভাপতি **ড. মুহাম্মদ ইউনূস** ও সহসভাপতি **আলী রীয়াজ** এর নেতৃত্বে এ পর্যন্ত **৪৪টি বৈঠক** হয়েছে বিভিন্ন দলের সাথে। সরকার ইতোমধ্যে ছয়টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে নীতি ও অধ্যাদেশ জারি করেছে।
জাতীয়_ঐকমত্য_কমিশন #জুলাই_সনদ #আলী_রীয়াজ #সমকাল
ইউ