
ফাইল ছবি
ভোপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত।
শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, "নির্বাচন যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।" তিনি বিগত নির্বাচনে জড়িতদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন কর্মী নিয়োগের কথাও উল্লেখ করেন, যাতে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ হয়।
তিনি জানান, প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে ইসি কাজ করছে। এছাড়া, সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর বিষয়টিও নির্বাচন কমিশনের নজরে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
সিইসি আরও বলেন, "নির্বাচন কমিশন কারও পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। আমরা ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি। ভোট দেওয়া শুধু নাগরিক দায়িত্বই নয়, এটি একটি ঈমানি দায়িত্বও বটে।" তিনি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, ন্যায্য ও সুন্দরভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে বলে আশ্বাস দেন।
ইউ