
ছবি সংগৃহীত
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে গ্রেপ্তারকৃত আসামি স্বাধীন।
শনিবার (৯ আগস্ট) গাজীপুরের পোড়াবাড়ী র্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১-এর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী।
ব্রিফিংয়ে জানানো হয়, একটি নারীকে উত্ত্যক্ত করায় বাদশাহ নামের এক ব্যক্তিকে চক্রের সদস্যরা ছুরি নিয়ে তাড়া করে। এ সময় তুহিন ঘটনাটি ভিডিও করতে গেলে হামলার শিকার হন। এসপি চিশতী বলেন, "সিসিটিভি ফুটেজ ও আসামির স্বীকারোক্তিতে এ তথ্য মিলেছে। তদন্তে আরও বিস্তারিত জানা যাবে।"
এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হত্যাকাণ্ডে জড়িত সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ফয়সাল (কেটু মিজান), তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। পরবর্তীতে ময়মনসিংহের গফরগাঁও থেকে আরও দুই আসামি ফয়সাল হাসান ও শাহ জালালকে আটক করা হয়।
জিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল খান রোডে তুহিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, এলাকায় একটি চক্রের সদস্যরা নিয়মিত বখাটেদের উৎপাত চালাচ্ছিল।
র্যাব ও পুলিশ জানিয়েছে, তদন্ত দ্রুত এগিয়ে চলছে এবং আইনের আওতায় দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
ইউ