
ফাইল ছবি
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় লোকসান কমানোর জন্য রেলওয়ের আয় বৃদ্ধি ও ব্যয় হ্রাসে কার্যকর ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বুধবার (৩০ নভেম্বর) সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মো. শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ, নাছিমুল আলম চৌধুরী ও নাদিরা ইয়াসমিন জলি সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিগত পাঁচ বছরে বাংলাদেশ রেলওয়ের লোকসান, ধীরাশ্রমে আইসিডি নির্মাণ প্রকল্পের সবশেষ অবস্থা, চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের জায়গায় বে-টার্মিনাল নির্মাণ প্রকল্পের অবস্থা ও রেলওয়ের পরিত্যক্ত লাইনের মালামালের অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় বাংলাদেশ রেলওয়ের ইনট্রিগেটেড টিকেটিং সিস্টেম ইন্সটল ও পরিচালনার বিষয়ে সহজ-সিনেসিস-ভিনসেন জেভির সঙ্গে স্বাক্ষরিত চুক্তির পরিপ্রেক্ষিতে কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি তদারকি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া নাটোরের নলডাঙ্গার বিভিন্ন স্থানে গেটবিহীন রেলক্রসিংয়ে গেট নির্মাণ কার্যক্রম অগ্রগায়ন বিষয়ে আলোচনা করা হয়।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
ইউ