
ফাইল ছবি
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মূল বিষয়গুলো:
-
তারিখ ও সময়: সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টার পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
-
আদালত: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে।
-
আজকের সাক্ষী:
-
শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল
-
প্রত্যক্ষদর্শী জসিম
-
জুলাই যোদ্ধা এনাম
-
-
মামলার আসামি:
-
শেখ হাসিনা (সাবেক প্রধানমন্ত্রী)
-
আসাদুজ্জামান খান কামাল (সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী)
-
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (সাবেক আইজিপি, বর্তমানে কারাগারে)
-
-
মামলার অন্যতম আসামি মামুন নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন, তবে বাকিরা পলাতক।
-
এ পর্যন্ত সাক্ষ্য:
-
মোট সাক্ষী: ৯ জন
-
গতকাল (১৭ আগস্ট) সাক্ষ্য দেন ৪ জন: আবদুস সামাদ (সবজি বিক্রেতা), মিজান মিয়া, শিক্ষার্থী নাঈম শিকদার এবং শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম।
-
এর আগে পর্যায়ক্রমে আহত-স্বজন ও প্রত্যক্ষদর্শী মিলিয়ে আরও কয়েকজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন।
-
-
প্রসিকিউশন টিম: চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ান।
-
অভিযোগ:
-
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনা হয়েছে।
-
আনুষ্ঠানিক অভিযোগের মোট পৃষ্ঠা: ৮,৭৪৭।
-
তথ্যসূত্র: ২,০১৮ পৃষ্ঠা
-
জব্দতালিকা ও প্রমাণাদি: ৪,০০৫ পৃষ্ঠা
-
শহীদদের তালিকা: ২,৭২৪ পৃষ্ঠা
-
-
সাক্ষী তালিকায় রয়েছেন ৮১ জন।
-
-
পূর্বপট:
-
১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।
-
৩ আগস্ট প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মণ।
-
ইউ