
ফাইল ছবি
কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপারসন, উদীচীর সাবেক উপদেষ্টা, ডাকসুর সাবেক ভিপি, নারী নেত্রী, সমাজসেবক মাহফুজা খানমের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক শোক বার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, মাহফুজা খানম-এর মৃত্যুতে শিশুদের সংগঠিত করা এবং নারী আন্দোলনের বড় ধরনের ক্ষতি হলো।
মঙ্গলবার (১২ আগস্ট) এক শোক বার্তায় উদীচীর নেতৃবৃন্দ বলেন, ১৯৪৬ সালের ১৪ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করা মাহফুজা খানম, ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক এবং ১৯৬৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৬৬-৬৭ ডাকসু নির্বাচনে তিনি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি নির্বাচিত হন। ১৯৬৮ সালে লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পেলেও স্বাধিকার আন্দোলনে জড়িত থাকার কারণে পাকিস্তান সরকার তাঁকে পাসপোর্ট দেয়নি।
শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন মাহফুজা খানম। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য ছিলেন তিনি। ২০০৯ সালে ছিলেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক। জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহফুজা খানম। শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার পাশাপাশি নারী অধিকারের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তিনি।
শারীরিক তেমন কোন জটিলতা ছিল না মাহফুজা খানম-এর। মঙ্গলবার সকালে শরীর চর্চা করার সময় অস্বস্তি বোধ করার পর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপারসন, উদীচীর সাবেক উপদেষ্টা, ডাকসুর সাবেক ভিপি, নারী নেত্রী, সমাজসেবক মাহফুজা খানম-এর মৃত্যুতে তাঁর পরিবার ও শোকসন্তপ্ত স্বজনদের সমবেদনা জানিয়েছেন উদীচীর নেতৃবৃন্দ।
ইউ