
ফাইল ছবি
জুলাই জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে তৃতীয় ধাপের সংলাপ সম্পন্ন করতে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার এক প্রজ্ঞাপনে কমিশনের কার্যকাল ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও ছয় সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য গঠিত হয় এই কমিশন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে কমিশন ইতিমধ্যে প্রথম ধাপে ১৬৬টি প্রস্তাবের মধ্যে ৬২টি এবং দ্বিতীয় ধাপে ২০টি সাংবিধানিক ইস্যুতে ঐকমত্যে পৌঁছেছে।
কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে সনদ বাস্তবায়ন ও এর আইনি কাঠামো নির্ধারণে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য গঠিত কমিশনের মেয়াদ আগস্টে শেষ হওয়ার কথা ছিল।
ইউ