
ফাইল ছবি
সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়তে ইচ্ছা প্রকাশ করলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তা নাকচ করে দিয়েছে।
মঙ্গলবার আদালতে হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হওয়ার আবেদন জানান আইনজীবী নাজনীন নাহার। তবে ট্রাইব্যুনাল স্পষ্ট জানিয়ে দেয়, "ট্রেন ছেড়ে দিলে আর ট্রেনে ওঠার সুযোগ নেই।" ইতিমধ্যে পলাতক শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট আমির হোসেনকে নিয়োগ দেয়ায় নতুন আইনজীবী নেওয়ার সুযোগ নেই বলে রায় দেয় আদালত।
গত জুলাইয়ে রেজিস্ট্রার কার্যালয়েও একই আবেদন করেছিলেন পান্না, যা আগেই নাকচ হয়ে যায়। ট্রাইব্যুনাল তাকে অন্য মামলায় আইনজীবী হওয়ার জন্য আবেদনের পরামর্শ দেয়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান মামলায় শেখ হাসিনাসহ কয়েকজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
ইউ