
ফাইল ছবি
দীর্ঘ প্রতীক্ষার পর ২০ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে দ্বিতীয় তিস্তা সেতু। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চিঠিতে এ তারিখ নিশ্চিত করা হয়েছে।
গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, সেতুর সব কাজ সম্পন্ন হয়েছে। এটি কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে, যাতে ঢাকা যাওয়ার পথে ১৩৫ কিলোমিটার কমবে দূরত্ব এবং প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় বাঁচবে।
৮৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১,৪৯০ মিটার দৈর্ঘ্যের এই সেতু এলজিইডির ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প। সৌদি সরকারের অর্থায়নে ও চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তত্ত্বাবধানে নির্মিত সেতুটিতে ৩১টি স্প্যান বসানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্থানীয়রা আশা করছেন, এই সেতু উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
ইউ