
ছবি: উইমেনআই২৪ ডটকম
ফজলুল হক বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও শিক্ষানুরাগী প্রয়াত ফজলুল হকের সহধর্মিণী হনুফা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
হুনুফা বেগমের বড় ছেলে মো. এমদাদুল হক ১৯৯৯ সালের ৫ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তাঁর ছোট ছেলে নাজমুল হক বর্তমানে ফজলুল হক বিদ্যানিকেতনের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
নাজমুল হক বলেন, বার্ধক্যজনিত বিভিন্ন কারণে বেশ কদিন ধরেই মা চলাফেরা করতে পারছিলেন না। সম্প্রতি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এরপর উত্তরার মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি না ফেরার দেশে চলে যান।
এদিন, আশকোনা বাজার জামে মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ এশা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে প্রয়াত স্বামীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে হজ্জ্বক্যআম্প সংলগ্ন আশকোনা এলাকায় ফজলুল হক ও তাঁর সহধর্মিণী হনুফা বেগম ফজলুল হক বিদ্যানিকেতন প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তিনি বিদ্যালয়ের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং স্থানীয় শিক্ষার প্রসারে তাঁর অবদান ছিল প্রশংসনীয়।
ইউ