
ফাইল ছবি
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ব্যাংকিং খাত থেকে প্রায় ৮০ শতাংশ অর্থ লুটপাট হয়ে বিদেশে চলে গেছে। তিনি বলেন, "ব্যাংকিং খাতের এত বড় লুটপাট বিশ্বের ইতিহাসে বিরল।"
শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানের লেখা 'অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য' বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "ভালো প্রতিষ্ঠান নেই বললেই চলে। আইনের ব্যত্যয় তো হয়েছেই, প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে। মানুষগুলোর কোনো পরিবর্তন হয়নি। অনেকে বলে সব বাদ দিয়ে দাও, কিন্তু সেটা সম্ভব নয়। এজন্য মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে।"
তিনি আরও বলেন, "সুশাসন অনেক কঠিন। প্রধানমন্ত্রী, সংসদ সদস্যদের ক্ষমতার 'চেক অ্যান্ড ব্যালেন্স' নেই। এখানে সংস্কার না হলে যত সংস্কারই করা হোক, কোনো লাভ হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার দরকার।"
গত বছরের আগস্টে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতির ভয়াবহ অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, "ব্যাংকিং খাতের ৮০ শতাংশ অর্থ লুটপাট হয়ে গেছে। আইএমএফ বলেছে, বাংলাদেশের ব্যাংকিং খাত পুনর্গঠনে ৩৫ বিলিয়ন ডলার প্রয়োজন। যদিও প্রথমদিকে তারা ১৮ বিলিয়ন ডলারের কথা বলেছিল।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "সরকারের জবাবদিহিতা না থাকায় দুর্নীতি বহুগুণে বেড়েছে। রাতারাতি সংস্কার সম্ভব নয়, তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত সংস্কার করতে হবে।"
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে বা টুইটারে।
ইউ