
ছবি: উইমেনআই২৪ ডটকম
জুলাই পুনর্জাগরণ উদ্ যাপন উপলক্ষ্যে বাংলা একাডেমি ২৬ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনের নিচতলায় (বিক্রয়কেন্দ্রের সম্মুখে) ৪ (চার) দিনব্যাপী বই প্রদর্শনী ও বিক্রয়ের আয়োজন করেছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় বই প্রদর্শনী ও বিক্রয়ের উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সচিব ড. মোঃ সেলিম রেজা—সহ পরিচালক ও উপপরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
বই প্রদর্শনী ও বিক্রয়ের সময়সূচি:
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বই প্রদর্শনী ও বিক্রয় চলবে (২৬—২৯ জুলাই )
সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
ইউ