
সংগৃহীত ছবি
গান, নৃত্য, আবৃত্তি ও সশ্রদ্ধ স্মৃতিচারণের মাধ্যমে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সংগ্রামী সভাপতি, বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক, সাহিত্যিক, অধ্যাপক বদিউর রহমান-এর প্রতি শ্রদ্ধা জানিয়েছে উদীচী।
প্রয়াত সভাপতির প্রতি শ্রদ্ধা জানাতে ২৫ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক শোকসভা আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
অধ্যাপক বদিউর রহমান এবং সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় শোকসভার কার্যক্রম। এরপর মিলনায়তনের সামনে স্থাপিত অস্থায়ী বেদিতে অধ্যাপক বদিউর রহমান-এর প্রতি শ্রদ্ধা জানান তার পরিবারের সদস্য, উদীচী কেন্দ্রীয় সংসদ ও ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, প্রগতি লেখক সংঘ, চারণ, কেন্দ্রীয় খেলাঘর আসরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।
এরপর তিনটি সম্মেলক গানের মধ্য দিয়ে শুরু হয় শোকসভার দ্বিতীয় পর্ব। এ পর্বের শুরুতে "দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল আলোক", "জাগো সত্যের শুভ্র আলোকে জাগো হে মিলিত প্রাণ" এবং "আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে" গান তিনটি পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের শিল্পীরা। এরপর "তোমার অসীমে প্রাণমন লয়ে" গানটির সাথে দলীয় নৃত্য পরিবেশন করেন উদীচীর নৃত্যশিল্পীরা।
এরপর উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম-এর সভাপতিত্বে শুরু হয় আলোচনা পর্ব। এ পর্বের শুরুতে অধ্যাপক বদিউর রহমান-এর সংক্ষিপ্ত জীবন ও কর্ম পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ড. রতন সিদ্দিকী। এরপর তাঁকে নিয়ে সশ্রদ্ধ স্মৃতিচারণ করেন তার ছাত্র, সহযোদ্ধা এবং সহকর্মীরা। এ পর্বে আলোচনা করেন ড. সারওয়ার আলী, উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য আখতার হুসেন, শিল্পী আনোয়ার হোসেন, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক রানা, সাবেক সংগঠক মোফাখখারুল ইসলাম জাপান, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, অধ্যাপক এম এম আকাশ, সৈয়দ আজিজুল হক মাসুম, বাকবিশিস-এর সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার, বাংলা একাডেমির পরিচালক তপন বাগচী, চারণ-এর কামরুজ্জামান ভূঁইয়া, কেন্দ্রীয় খেলাঘর আসর-এর সাধারণ সম্পাদক প্রণয় সাহা, কেন্দ্রীয় সংগঠক ডা. লেলিন চৌধুরী, উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি সুখেন রায়, শংকর সাওজাল, উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সহ-সভাপতি জাকির হোসেন বাচ্চু, উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও অভিনেতা হাসান মাসুদ, যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এবং অধ্যাপক বদিউর রহমান-এর বড় মেয়ে সুপা সাদিয়া।
শোকসভার শেষ পর্বে আবৃত্তি ও গানের মধ্য দিয়ে অধ্যাপক বদিউর রহমান-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উদীচীর শিল্পীরা। সবশেষে উপস্থিত সবাই মিলে উদীচীর সংগঠন সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় শোকসভার আয়োজন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
//এল//