
ছবি সংগৃহীত
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সমাজের অবহেলিত ও প্রান্তিক নারীদের কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, নারীদের অধিকার নিশ্চিত করতে সমাজসেবা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সোমবার (১৯ মে) দুপুরে রাঙ্গামাটি সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবা বিভাগের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. ওমর ফারুক, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. বেবী ত্রিপুরা এবং বিশিষ্ট নারী নেত্রী নিরুপা দেওয়ান ও মঞ্জুলিকা খিসা।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘সারা দেশের মতো পার্বত্য অঞ্চলের নারীরাও যেন সমান সুযোগ ও অধিকার পায়, সে লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। সমাজসেবা বিভাগ ও সমবায় বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।’
মতবিনিময় সভার আগে সকালে উপদেষ্টা রাঙ্গামাটি সার্কিট হাউজে পৌঁছালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
ইউ