
ফাইল ছবি
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ মে) রাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে, বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
ইসির এই সিদ্ধান্তের ফলে আওয়ামী লীগ এখন থেকে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না, অন্তত বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত।
নিবন্ধন স্থগিতের এই সিদ্ধান্ত দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা বিবেচনায় নিয়েই ইসি এই পদক্ষেপ গ্রহণ করেছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে।
ইউ