ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ১৬ জুলাই ২০২৫

English

বৃত্তের বাইরে

লঞ্চঘাটে দুই তরুণীকে মারধর: জড়িতদের শাস্তি দাবি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২১, ১২ মে ২০২৫; আপডেট: ১৮:২২, ১২ মে ২০২৫

লঞ্চঘাটে দুই তরুণীকে মারধর: জড়িতদের শাস্তি দাবি

ফাইল ছবি

মুন্সীগঞ্জ জেলার লঞ্চঘাটে যাত্রাবিরতির সময় প্রকাশ্যে দুই তরুণীকে মারধর করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে মহিলা পরিষদ। একইসঙ্গ ঘটনায় জড়িতদের যথাযথ শাস্তি নিশ্চিতকরণের দাবিও জানানো হয়েছে।

সোমবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে সোমবার (১২ মে) বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের বরাতে বলা হয়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে একটি লঞ্চ ভাড়া করে চাঁদপুরের মোহনপুর এলাকায় ঘুরতে যান কয়েকজন। মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ফেরার পথে দুইজন তরুণী কিছু কেনার জন্য মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নামে। তরুণীদের সাথে স্থানীয়দের কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয়রা লঞ্চে হামলা করে ভাঙচুর ও তরণীদের শ্লীলতাহানি করে। এ সময় নেহাল আহমেদ জিহাদ নামের এক যুবক প্রকাশ্যে ওই দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটায়। ঘটনাটি ১১ মে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের সহিংসতা এবং হয়রানির ঘটনা বেড়েই চলেছে। নারীকে অপমান, অমর্যাদাকর কথাবার্তা, হেনস্তা, প্রকাশ্যে মারধর, অমানবিক আচরণের মধ্য দিয়ে নারীর প্রতি বিদ্বেষ আর ঘৃণার সংস্কৃতিকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেয়ার একটি অপচেষ্টা চলছে। নারীকে দোষারোপ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে যার ফলে তাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। সংঘটিত এসব ঘটনা নারীদের স্বাভাবিক জীবন ব্যাহত করার পাশাপাশি সামগ্রিকভাবে নারীর অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতার তৈরি করছে। 

বিবৃতিতে ঘটনায় জড়িতদের যথাযথ শাস্তি নিশ্চিতকরণের দাবি জানানো হয়। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নারী এবং কন্যার প্রতি সহিংসতার বিষয়ে শূণ্যসহিঞ্চুতার নীতি গ্রহণপূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং নারী-কন্যার নিরাপত্তা এবং মর্যাদার বিষয়টি অধিকতর গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আশু কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। একইসঙ্গে নারীর প্রতি সব প্রকার সহিংসতা ও অপতৎপরতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

ইউ

জরায়ুমুখের ক্যান্সারের টিকাদানে বাংলাদেশের অগ্রগতি

গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি, ১৪৪ ধারা জারি

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, সময়সূচি ঘোষণা

সোহাগ হত্যার পেছনে রাজনীতি নয়, ব্যবসায়িক দ্বন্দ্ব

’জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা

গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা

ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

এবার গোপালগঞ্জে ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন

এক ম্যাচে দুই মাঠ, শান্তির হ্যাটট্রিকে জয় বাংলাদেশের

আদালত প্রাঙ্গণে বাশারকে কিল-ঘুষি ও ডিম নিক্ষেপ

আকস্মিক বন্যায় তলিয়েছে নিউইয়র্ক-নিউজার্সি

১৬ জুলাই রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা

প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি এনসিপি, দিতে হবে আরও নথি

হেফাজতের আক্রমণে সুশীল সমাজ নীরব, তবু পিছু হটেনি নারী সংস্কার কমিশন