ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ১২ মে ২০২৫

English

জাতীয়

ঈদযাত্রা: ২১ মে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৯:৪৯, ১২ মে ২০২৫

ঈদযাত্রা: ২১ মে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু

সংগৃহীত ছবি

কোরবানির ঈদ সামনে রেখে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে ২১ মে থেকে; ওইদিন বিক্রি হবে ৩১ মের টিকেট। ঈদের আগের সাতদিনের ট্রেনযাত্রার অগ্রিম টিকেট বিক্রি হবে। আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকেট বিক্রি হবে অনলাইনে। আগামী ৭ জুন ঈদের সম্ভাব্য দিন ধরে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদের আগে সড়ক ও রেলপথে প্রস্তুতি নিয়ে আয়োজিত অংশীজন সভায় টিকেট বিক্রির দিনতারিখ জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। “৩১ মে থেকে ঈদযাত্রা শুরু হবে। টিকিট বিক্রি শুরু হবে ১০ দিন আগে। সে হিসেবে ২১ মে বিক্রি হবে ৩১ মে আন্তঃনগর ট্রেনের যাত্রার টিকেট।”

এছাড়া আগামী ১ জুনের টিকেট ২২ মে, ২ জুনের টিকেট ২৩ মে, ৩ জুনের টিকেট ২৪ মে, ৪ জুনের টিকেট ২৫ মে বিক্রি হবে। এছাড়া ৫ জুনের টিকেট ২৬ মে এবং ৬ জুন ঈদযাত্রার টিকেট বিক্রি হবে ২৭ মে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেন, “পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে সকাল আটটায়। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকেট বিক্রি হবে বেলা দুইটায়।”

ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে জুন মাসের ৭ ও ৮ তারিখের টিকেট বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের সময় পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

এর মধ্যে চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে এক জোড়া এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে এক জোড়া স্পেশাল ট্রেন চলবে। এছাড়া কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের জন্য ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে এক জোড়া এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে এক জোড়া স্পেশাল ট্রেন চলবে। বিশেষ ট্রেনগুলো ঈদের আগে ৪ জুন থেকে ঈদের পর ৯ জুন পর্যন্ত চলাচল কবে। তবে শোলাকিয়া স্পেশাল ট্রেন চলবে কেবল ঈদের দিন।

ঈদের আগে কোরবানির পশু পরিবহনের জন্য তিনটি ক্যাটল ট্রেন চালানোর কথা জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এসব ট্রেন ২, ৩ এবং ৪ জুন দেওয়ানগঞ্জ বাজার এবং ইসলামপুর থেকে ঢাকা চলাচল করবে।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

//এল//

মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসির সিদ্ধান্ত

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

স্বর্ণের দাম কমেছে

গেজেট প্রকাশ করলেই আ.লীগের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত: সিইসি

ফেসবুকে মাহফুজের মন্তব্য, যা বললেন শিবির সেক্রেটারি

শেওড়াপাড়ায় দুই বোন খুন: কিশোরের দায় স্বীকার

অনির্দিষ্টকালের ছুটিতে পাকিস্তানের হাইকমিশনার

দুই বোনকে হত্যায় সিসিটিভিতে দেখতে পাওয়া ব্যক্তি গ্রেপ্তার: পুলিশ

সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম

ভিপিএন: প্রযুক্তির স্বাধীনতা ও সুরক্ষায় একটি দ্বিমুখী তলোয়ার

ঈদযাত্রা: ২১ মে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু

 আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

লঞ্চঘাটে দুই তরুণীকে মারধর: জড়িতদের শাস্তি দাবি

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা