ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ১২ মে ২০২৫

English

জাতীয়

কুয়েটে অনবরত আন্দোলন: শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ

আজও ক্লাসে যাননি শিক্ষকেরা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০০, ১২ মে ২০২৫

কুয়েটে অনবরত আন্দোলন: শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ

ছবি সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এখনও অচলাবস্থার মধ্যে রয়েছে। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে গত ছয় দিন ধরে শিক্ষকরা কর্মবিরতিতে আছেন। এর পাশাপাশি, একাডেমিক কার্যক্রম দ্রুত শুরু করার দাবিতে শিক্ষার্থীরা সোমবার (১২ মে) মানববন্ধন করেছেন। ‘কুয়েট শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা ১৮ ফেব্রুয়ারির ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন।

শিক্ষকরা বিচারের দাবিতে কর্মবিরতি অব্যাহত রাখলেও, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। যদিও কতজন শিক্ষার্থী এই নোটিশ পেয়েছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আবদুল্লাহ ইলিয়াস আক্তার জানিয়েছেন, ৬ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ নোটিশগুলো প্রদান করা হয়েছে। তিনি বলেন, ‘এ মুহূর্তে কতজন শিক্ষার্থীকে চিঠি দেওয়া হয়েছে, তা প্রকাশ করা শোভনীয় হবে না।’

নোটিশে জানানো হয়েছে, ১৯ ফেব্রুয়ারির সিন্ডিকেটের জরুরি সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগ তোলা হয়েছে। অভিযুক্তদেরকে ১৫ মে’র মধ্যে জবাব দিতে বলা হয়েছে, না হলে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এদিকে, শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ মে যে সাত কর্মদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তা ১৫ মে শেষ হবে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন আশাবাদী যে, দ্রুতই পরিস্থিতি সমাধান হবে।

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে সংঘর্ষে শতাধিক মানুষ আহত হন। এরপর থেকেই কুয়েট বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে। উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এবং তাদের পদত্যাগের পর ১ মে কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে অধ্যাপক মো. হযরত আলী দায়িত্ব গ্রহণ করেন।

ইউ

ড. ইউনূসের নিজস্ব কোনো সম্পত্তি নেই : প্রেস সচিব

শেওড়াপাড়ায় দুই বোন খুন: কিশোরের দায় স্বীকার

অনির্দিষ্টকালের ছুটিতে পাকিস্তানের হাইকমিশনার

দুই বোনকে হত্যায় সিসিটিভিতে দেখতে পাওয়া ব্যক্তি গ্রেপ্তার: পুলিশ

সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম

ভিপিএন: প্রযুক্তির স্বাধীনতা ও সুরক্ষায় একটি দ্বিমুখী তলোয়ার

ঈদযাত্রা: ২১ মে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু

 আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

লঞ্চঘাটে দুই তরুণীকে মারধর: জড়িতদের শাস্তি দাবি

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিবগঞ্জ মহিলা কলেজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী জব্দ

আরো জলবিদ্যুৎ ও নেপালের সঙ্গে সড়ক যোগাযোগে চায় বাংলাদেশ

কুয়েটে অনবরত আন্দোলন: শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা