ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০৭ মে ২০২৫

English

জাতীয়

তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৯, ৬ মে ২০২৫

তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি

ছবি: উইমেনআই২৪ ডটকম

জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি জানান তামাক বিরোধী তরুণ ফোরাম। 

৬ মার্চ (মঙ্গলবার) সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে “জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি” শীর্ষক এক মানববন্ধনের আয়োজন করেন তারা। মানববন্ধনে তামাক বিরোধী তরুণ ফোরামের সদস্যদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও  উপস্থিত ছিলেন। 

তরুণ সমাজের মতে, তামাকপণ্যের সহজলভ্যতা জনস্বাস্থ্যের জন্য একটি গুরুতর হুমকি। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন,যেন সকল তামাকজাত পণ্যের মূল্য বৃদ্ধি করে এর ব্যবহার নিরুৎসাহিত করা হয় এবং একটি কার্যকর তামাক নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করা হয়।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন নারী মৈত্রীর প্রোজেক্ট কো-অর্ডিনেটর নাসরিন আকতার। তিনি বলেন, “সিগারেটে চারটি মূল্যস্তর (নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম) থাকায় তামাক কর ও মূল্য পদক্ষেপ সঠিকভাবে কাজ করছে না। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দাম খুবই কাছাকাছি। এ কারণে ভোক্তারা যেকোনো একটি স্তরের সিগারেট বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্র করে দাম বাড়ানো হলে দরিদ্র জনগোষ্ঠী এবং তরুণ প্রজন্ম ধূমপানে নিরুৎসাহিত হবে। 

পাশাপাশি আসন্ন বাজেটে তামাক পণ্যের কর ও মূল্যবৃদ্ধি–সংক্রান্ত প্রস্তাবণা গুলোও তার বক্তব্যে তুলে ধরেন। প্রস্তাব সমূহঃ নিম্ন ও মধ্যম স্তরকে একত্র করে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৯০ টাকা নির্ধারণ করা; উচ্চ স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৪০ টাকায় অপরিবর্তিত রাখা এবং প্রিমিয়াম স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৯০ টাকা নির্ধারণ করা এবং সিগারেটের খুচরা মূল্যের ওপর ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক, ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখার কথাও বলা হয়।

ফিল্টারবিহীন ২৫ শলাকা বিড়ির খুচরা মূল্য ২৫ টাকা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য ২০ টাকা নির্ধারণ করে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার দাবিও জানানো হয় মানবন্ধনে। বলা হয়, প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৫৫ টাকা এবং ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা উচিত। এছাড়া সব তামাক পণ্যের খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখা দরকার।

তামাক বিরোধী তরুণ ফোরামের আহ্বায়ক আশরাফিয়া জান্নাত জানান“তামাকবিরোধীদের কর ও মূল্য প্রস্তাব বাস্তবায়ন করা হলে দীর্ঘ মেয়াদে প্রায় ৯ লাখ তরুণসহ মোট ১৭ লাখের বেশি মানুষের অকালমৃত্যু রোধ করা সম্ভব হবে। একই সঙ্গে ধূমপান হ্রাস পাওয়ার পাশাপাশি ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় অর্জিত হবে।

ইউ

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম

পর্তুগালের দলে ডাক পেলেন রোনালদোর ছেলে  

অসুস্থ মাকে দেখতে হাসপাতালে ডা. জুবাইদা

তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান ড. ইউনূসের 

‘নারীর জীবনে মেনোপজ’ বইয়ের মোড়ক উন্মোচন

একদিনের ব্যবধানে আবারো বাড়ল স্বর্ণের দাম

চয়নিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা জানা গেল

স্কুল থেকে ফেরার পথে বজ্রাঘাতে ৩ ছাত্রীর প্রাণহানী

বিয়েবাড়িতে রুটি নিয়ে মারামারি, ২ কিশোর নিহত

নোয়াখালীতে মসজিদের ইমামকে মারধর, গ্রেপ্তার ২

নারী নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি

মোবাইল কোর্ট, দেশজুড়ে নিষিদ্ধ পলিথিন জব্দসহ ইটভাটা ধ্বংস

চিন্ময় দাসের জামিন স্থগিত

রাষ্ট্রপতি নির্বাচনে নতুন পদ্ধতির প্রস্তাব এনসিপির