
ফাইল ছবি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে তাকে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ লক্ষ্যে আগামী সাত দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।
রবিবার (২৫ মে) এই আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারকরা। অভিযোগ অনুযায়ী, ভারত থেকে দেওয়া শেখ হাসিনার এক বক্তব্যে বিচারিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে এবং এতে বিচারকদের হুমকির ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেছে তদন্ত দল। তারা আরো জানিয়েছে, ‘২২৭টি মামলা হয়েছে, ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’- এমন বক্তব্যের সত্যতা তারা পেয়েছে একটি অডিও রেকর্ডের মাধ্যমে।
এই অডিও রেকর্ডের প্রসঙ্গে এর আগে প্রসিকিউশন টিম আদালতকে জানিয়েছিল, শেখ হাসিনার এমন বক্তব্য তারা পেয়েছে এবং তা আলামত হিসেবে পেশ করা হয়েছে। পরে আদালত সেটির ফরেনসিক পরীক্ষার নির্দেশ দেয়।
আদালত এখন জানতে চেয়েছে, কেন শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠন করা হবে না। এই প্রশ্নে তাকে সরাসরি ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ইউ