
ফাইল ছবি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত হচ্ছে না- বরং এটিকে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করার ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একইসঙ্গে চলতি ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ সংশোধনের আগ পর্যন্ত তা স্থগিত থাকবে বলেও জানানো হয়েছে।
রবিবার (২৫ মে) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়, এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে চলমান আলোচনায় একটি ঐকমত্যে পৌঁছানো গেছে এবং এনবিআর সংস্কার বিষয়ক দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ জুলাই ২০২৫-এর মধ্যে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। এর আগে পর্যন্ত অধ্যাদেশটি কার্যকর হবে না।
অর্থ মন্ত্রণালয়ের ঘোষণায় মূল তিনটি দিক উঠে এসেছে-
জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি স্বাধীন ও বিশেষায়িত বিভাগ হিসেবে শক্তিশালী করা হবে।
বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ন রেখে, রাজস্ব নীতি পৃথকীকরণ ও কাঠামোগত সংস্কারের বিষয়টি এনবিআর, রাজস্ব সংস্কার পরামর্শক কমিটি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’-এ প্রয়োজনীয় সংশোধন না হওয়া পর্যন্ত সেটি বাস্তবায়িত হবে না।
অর্থ মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, এই ঘোষণা রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সকল সংশয় দূর করবে এবং তারা পূর্ণ উদ্যমে কাজে ফিরবেন।
গত ১২ মে সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করে এনবিআরকে দুটি বিভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই এনবিআরের কর্মকর্তারা কর্মবিরতি ও আন্দোলন শুরু করেন, যার culminating point ছিল পূর্ণাঙ্গ কর্মবিরতির ডাক এবং আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের হুমকি।
অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণাকে এই সংকট নিরসনের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন নজর থাকবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এবং অন্যান্য রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের প্রতিক্রিয়ার দিকে।
ইউ