ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ২২ মে ২০২৫

English

আইন আদালত

অভিনেত্রী শাওন ও ডিবি হারুনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৯, ২২ মে ২০২৫

অভিনেত্রী শাওন ও ডিবি হারুনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

ঢাকার একটি আদালত অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।

বৃহস্পতিবার (২২ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

নিষেধাজ্ঞার তালিকায় আরো রয়েছেন-সিটিটিসি ইউনিটের সাবেক এডিসি নাজমুল ইসলাম, শাওনের বাবা ইঞ্জিনিয়ার মো. আলী, বোন মাহিন আফরোজ শিঞ্জন, সেঁজুতি, সাব্বির, সুব্রত দাস, মাইনুল হোসেন, পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া, উপ-পরিদর্শক শাহ আলম এবং মোখলেছুর রহমান মিল্টন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পারভেজ সুমন জানান, মামলার পরবর্তী তারিখ ধার্য ছিল বৃহস্পতিবার। এদিন আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. পিন্টু। আদালত বিষয়টি বিবেচনা করে আবেদন মঞ্জুর করেন। জামিনে থাকা দুই আসামি সাইফুল ইসলাম ভূঁইয়া ও শাহ আলম এদিন আদালতে হাজির হন, বাকি ১০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২২ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

মামলার পটভূমিতে জানা যায়, গত ১৩ মার্চ শাওনের সৎ মা নিশি ইসলাম ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার মো. আলী ৫০ লাখ টাকা দেনমোহর ধার্য করে পূর্বের স্ত্রীর কথা গোপন রেখে তাকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর নিশি ইসলাম জানতে পারেন, মো. আলীর একটি ছেলে ও তিনটি কন্যা সন্তানসহ পূর্বে একটি বৈধ সংসার রয়েছে, যা তিনি গোপন রেখেছিলেন। এ নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মো. আলী ও তার পরিবারের সদস্যরা নিশিকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত হন।

এই মামলায় আদালতের নিষেধাজ্ঞা দেশত্যাগ ঠেকাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ১ জুলাই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

ইউ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম

উপদেষ্টা আসিফ, মাহফুজের সঙ্গে খলিলুরের অব্যাহতি চাইল বিএনপি

আসামি গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

প্রত্যেককেই হিসাব দিতে হবে, হান্নান মাসউদের হুঁশিয়ারি

সরকারি চাকরি আইন সংশোধনে অধ্যাদেশের খসড়া অনুমোদন

জসীমের বিদায়, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম

বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম

জুলাই থেকে সারাদেশে এক দামে ব্রডব্যান্ড ইন্টারনেট

অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে হয়রানি ও হুমকির তীব্র নিন্দা 

এনবিআর এখনই বিলুপ্ত হচ্ছে না: অর্থ মন্ত্রণালয়

‘চা বাগানের শ্রমিকদের কষ্টের পেছনে রয়েছে ‘পলিটিক্স’

সন্তানের মানসিক বিকাশে ‘মায়ের’ ভূমিকা

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত গ্রহণ

সাবেক মন্ত্রী আমুর খালাতো ভাই গ্রেপ্তার

আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের