
ছবি: মারিয়া সালাম
‘আমাদের চাকরির শুরুর দিকে এক বড়ভাই প্রায় বলতেন, পুরুষ হোক বা নারী, কারোরই উচিত না নিজের ইনকামের সব টাকা সংসারের পিছে খরচ করা। নিজের জন্য কিছু রেখে দেওয়া অবশ্য কর্তব্য। উনি মজা করেই বলতেন: আবুল হাসানের ভাষায়, 'অবশেষে জেনেছি মানুষ একা! জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা।' আপনি মারিয়া সালাম বেতন তুলেই যে বাজারে দৌড় দেন, বাড়ির জন্য কেনাকাটা করতে, সেসবের পাশাপাশি নিজের কাছেও কিছু টাকা রাখুন।’
‘আমি সেসব হেসে উড়িয়ে দিতাম। এরপর যত বড় হয়েছি, হাড়েহাড়ে বুঝেছি নিজের জন্য কিছু টাকা বাঁচিয়ে রাখা কতটা জরুরি। হাতে টাকা না থাকলে বাপ-মায়ের কাছেও কদর থাকে না, নিজের সন্তানও তেমন সম্মান দেয় না, সেখানে অন্যদের কথা বাদই দিচ্ছি।’
‘আমি অনেক চাকুরিজীবী নারী দেখেছি, যারা সন্তান লালন-পালন করতে গিয়ে নিজের কেরিয়ার শেষ করে ফেলে। তার বিনিময়ে সংসারে অসম্মান ছাড়া তাদের ঝুড়িতে তেমন কিছু থাকে না। তারা যদি বিবাহ বিচ্ছেদের মধ্যে দিয়ে যান, তাদের পরিণতি আরও করুণ হয়। সংসার-সন্তান ঠেলার জন্য চাকরি ছেড়ে দিয়ে, তাদের এককাপড়ে, খালি হাতে বাড়ি থেকে বের হতে হয়। সবচেয়ে উদার পুরুষটিও তখন দেনমোহরের টাকা দিয়ে দায় সারেন। নারীটির যে কেরিয়ার নষ্ট হয়েছে, তার কোন ক্ষতিপূরণ সে পান না। বাকিদের কথা বাদই দিলাম, ওই দেনমোহরের টাকাই পাওয়া মুশকিল হয়ে উঠে।’
মারিয়া সালামের ফেসবুক প্রোফাইলের পোস্ট থেকে সংগৃহীত....
ইউ